পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Noპა উদ্ভিদ তত্ত্ব । ছবিতে অঙ্কিত ছোট ছোট ঘরগুলিই পূৰ্ব্ববর্ণীত জীবানু। ছবির সকল অংশ দেখিতে এক প্রকারের নহে। ক চিহ্রিত চারিটি পদার্থ রহিয়াছে। এই গুলি শিরাগুচ্ছ১—ইছারাও জীবানু সমূহের দ্বারা গঠিত। এই শিরাগুচ্ছ শিকড় হইতে পত্র পর্য্যন্ত নলাকারে ক্রম লম্বিত । পত্রে আসিয়া এই শিরাগুচ্ছ ক্রমে সর হইয়া জালের দ্যায় বিস্তুত হইয় পড়ে—ইহাই দ্বিতীয় পরিচ্ছেদের ২৭ পৃষ্ঠায় বর্ণীত শিরাবিদ্যাস । মানুষ এবং অন্তান্ত জন্তুর দেহের ভিতরে শিরা সমূহ আছে এবং তাহীদের দেহের কোন কোন স্থলে চৰ্ম্মের ঠিক নিচেই ছোট ছোট শিরা দেখিতে পাওয়া যায় ; সেইরূপ উদ্ভিদের ও দেহের ভিতরে শিরাসমূহ আছে এবং ঐগুলি পাতায় আসিয়া প্রত্যক্ষ হয়। - এই সকল জীবানু ও শিরা গুচ্ছের সমষ্টিই উদ্ভিদের কঙ্কাল- অর্থাৎ এই সমুহের দ্বারা উদ্ভিদের দেহ গঠিত। কঙ্কাল বলিলে হাড় বুঝায়—কিন্তু উদ্ভিদ বিষয়ে এই শব্দটি ভগবার্থে লইতে হইলে । উদ্ভিদের যদিও হাড় নষ্ট কিন্তু তত্ত্ব ল্য একপ্রকার পদার্থ আছে যাহা দ্বারা উদ্ভিদ আপনার কাঠিন্ত লাভ কধে ; এই পদার্থ সকল উদ্ভিদে সম ভাবে ও সমপরিমাণে উপস্থিত থাকে না—এবং কোন কোন উদ্ভিদে একেবারেই থাকে না । এই পদার্থ কতকগুলি মুদৃঢ় জীবানু বিশেষের সমষ্টিত—ইহার বিষয় অধিক স্বক্ষ ভাবে বলা এ গ্রন্থের সীমাতীত । Co © = GA TID -> -> ក្ញុំ M - - o- 游š翌瑕呜 醬 శ్రోఫ్త Q 器 نجينيك كييتيتيتيتيتن ১০৪ সংছবি > 1 footso-Vascular bundle. * I efowo roots--Skeleton of the plant body. • Sclerenchymatous tissue.