পাতা:কৌত্তক বিলাস.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোভ ক বৈল সি ৷ >S মাংসপিণ্ড নামে গঞ্জে বাস হয় তার। পরে পঞ্চ বিংশতি বাসর মাস বিধি। অঙ্গুর গৰ্ত্তেতে বাস করে গুণনিধি। সেইকালে পঞ্চ অঙ্গ হয়তো গঠন । শি রস্কন্ধ গল। প, উদর গণন । এক মাসাৰধি দুই মাস গণনায় ৷ ইস্ত পদ পাশ্ব আদি বিধি দেন তায় ॥ কিন্তু অসন্ধিত রক্তে প্রণের বিহীনে। অবয়ব অষ্ট অঙ্গ হয় মাস তিনে । চত্ত থাঁ মাসেতে হয় সকল অঙ্গুলী। জীবের সঞ্চার দেহে সন্ধিত সকলি । নাশানন গুহ্যশ্রেণী চক্ষুশোত্ৰ আদি। পঞ্চম মাসেতে তাহ কলে গঠে বিধি । ছয় মাসে নাভি লিঙ্গ কর্ণের গল্লর । বিরলে গড়িল বিধি অতি মনোহর। সপ্তম মাসেতে কেশ গঠে প্রজাপতি । আট মাসে লেখে রোম হইল আকৃতি। নয় মাসে চেত হয় সুখ দুঃখ জ্ঞান । মাতৃ ভক্ষ্য অমরস করে আম্বাদন ॥ দশ মাস দশ দিন পূর্ণ যবে হয়। অনিল সুতিক বায়ু সেই যে সময় ৷ সেই যে সুতিক বায়ু অতি দয়াবান । প্রসব বেদনে রাণী করে আন চান । হরি পদ সারিমান বিদ্যাধর সুত । ভূমিষ্ট হইল অঙ্গে শোণিত বেণ্ডিত ॥ হুল হুলী কুলাচালী হয় মহোৎসব ’ গ্রামবাসি আসি করে জয়ং রব । দ্বিজ শ্যাম বলে পরে শুনহ রণ। রাজা কৃষ্ণচন্দ্র জন্ম করিল ধারণ it