পাতা:কৌত্তক বিলাস.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস , \o গোপালভাড়ের রাজসভায় গমন । পয়ার। বাসায় আসিয়া দ্বিজ বসিল তখন। এখানে তে নরপতি অতি মেীন মন । কেমনে রহিবে মান কে করিবে ত্ৰাণ ৷ বলে এত দিনে নষ্ট হইল গুমান । এই ৰূপে সে দিবস রজনী প্রভাতে। পুনশ্চ আসিল দ্বিজ রাজার সভাতে ৷ দেখিয়া তাহরে সবে হয় মেীন মন । খগপতি দেখিয়া যেমন নাগ গণ ৷ পণ্ডিত কহিছে হাসি ওহে মহিপাল । বিচার করিতে এই উপযুক্ত কাল রাজা বলে অদ্য ফিরে যাও হুে বাসায় । কল্য হইবে বিচার আমার সভায় ৷ পণ্ডিত কহিছে ভাল কল্য জানাযাবে । হারিলে হইব দাস হারালে কি হবে । রাজা বলে অদ্ধ রাজ্য দিব আমি দান । শুনি হরমিতে কবি বাস স্থানে যান। এখানে বিষাদ ভাবে কৃষ্ণচন্দ্র রায় । কি ৰূপেতে এইবার মন রক্ষা পায় ৷ হেনকালে গোপাল আসিল সে সভায় । গললক্ষ্মীকৃতবাসে সযুখে দাড়ায় ৷ চরণে শরণ লয় অষ্টাঙ্গে প্রণতি । ভ লমন্দ কোন কথা না কহে ভূপতি ॥ গোপাল কহিছে রাজ। একেমন ধারা । আজি কেন সুদানন্দ নিরানন্দ পারা । রায় বলে কি আর বলিব আসি বাণী। এতদিনে নষ্ট হইল যাছিল গুমানি ৷ কহিল গোপাল কহ সে আর কেমন ভূপতি কহিল তারে সব বিবরণ ৷ হাসিয়া গোপাল বলে এই সে কারণ । অতি অলপ দায়ে কেন