পাতা:কৌত্তক বিলাস.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । 8१ য়া গোপাল কহিছে বাণী এক মনে শুনিছে নৃপমণি। .রাজা প্রতাপরুদ্রের কথা । ত্ৰিপতী। দক্ষিণ দেশেতে স্থিতিঃ প্রতাপরুদ্র অ৷ খ্যাতি নরপতি অতি দয়াবান। পুত্ৰসম প্রজাপালেঃ রাজা রহে কুম্ভহলে পাত্র মিত্ৰ সবে জ্ঞানবান। দুই পাটরণী তার একের এক কুমারঃ অন্য জনে একটি । সন্ততি । নিরাপদ সে নগরেঃ কেহ নাহি আটে তারেঃ মন্ত্রী তার বুদ্ধে বৃহস্পতি ॥ তাহার মন্ত্রণ তারেঃ সদা সুখ রাজ্যেশ্বরে রাজা মন্ত্ৰিগণ বশীভ ত। রাজ। তার আজ্ঞা বিনেঃ কার কথা নাহি শুনেঃ মন্ত্রী তার তেমনি সুহৃত এক দিন দৈব দোষে বগিগিয়া সেই দেশে মহামার করিল বিস্তর । রাজার সমস্ত যতঃ সকল করি ল হতঃ সে সে পলাইল নৃপবর। মন্তি লয়ে সমিভর্ণরেঃ যাইল সে স্থানান্তরেঃ রাজ্য শোকে রাজার বিষাদ । রাজ বলে মন্ত্রি বলঃ কেমনে হবে কুশল না কহিলে হৈল প্রমাদ ৷ শুনি মন্ত্রী তারে কয়ঃ মহারাষ্টে, মহাশয় চল যাই যথা রিপুত্রয়। আগে গিয়া দন্য ভাবেঃ বিছু ভমি মাগি লবে শেষে দিব প্রতিফল তায় ৷ করিয়ে স্থির মন্ত্রণাঃ দ্রত চলে मूड़े জনাঃ উপনি ত বীর প্রদে শে। যাইয়া রাজার দ্বারেঃ এ রাজা খবর করেঃ যাই বারে আজ্ঞা হয় শেষে ৷৷ শুনি আনন্দিত হয়েঃ নিজ মুন্ত্রি সঙ্গে লয়েঃ মহারাজ হাজির সভয় । দেখে সেরাজ।