পাতা:কৌত্তক বিলাস.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

p কৌত্তক বিলাস ॥ (RY জুমি হয় কম্প গোলাগোলী বনৰনী। সৈন্য মালাটে মাটি উঠে কেটে চমকে সকলে শুনি ॥ হয় হস্তি যত না হয় বিদিত দেখে বিপরীত হয়। বগির দেয়ান ছিল চারিজন সকলে গুণের ময় ৷ পায় তারা টের বলে হবে ফের রাজারে দ্রত জানায়। শুনহে রাজন কি কর এখন ঘটিল বিষম দায় ৷ কহি বিবরণ নাহি হয় জ্ঞান কি কৰ্ম্ম করিলে তুমি। বিদেশী রাজন নহে ভাল জন অ গুেতে কহেচি আমি ৷ রিপুযেইজন সৈ পাইলে দিন অবশ্য স্বকায সাধে । আগে কার ক্রোধ আছে দিবে। শোধ কি করিবে উপরোধে । তার সৈন্যগণ হয় অগণন মন্ত্রি তাহে মহাদুষ্ট কর নাহি দিৰে পরেতে করিকে রাজ্য সমুদয় নষ্ট৷ বুৰিয়া বিচার যেইচ্ছা তোমার করহ এখন ড্রত। আপনার দোষে হইনু খালাসে শুনি রাজা চিন্তা যুক্ত। দ্বিজশ্যাম কয় পাইবে প্রত্যয় পা ঠাও করের তরে। হবে ঘোররণ নাপাইবে ধন অপমান পারে করে । প্রতাপরুদ্রের যুদ্ধ । পয়ায় । শুনিয়া রাজন দূত করেন প্রেরণ। যথায় প্রতাপরুদ্র করেছে আসন ttपूंड গিয়া রাজলিপি দিল তার করে। দেখা মাত্র ছিণ্ডে মন্ত্রি রাজার হুজুরে। ক্ৰোধে কটুভাষে দাসে করেন ভংসন। এখানে আইলে বেটা দিসের কারণ যাই গিয়া ৰূপে কহ হুকুম আমার