পাতা:কৌত্তক বিলাস.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to কৌত্তক বিলাস । করের তাহার আর নাহি অধিকার বর্বর ডাকাত বেট কেবা রাজাবলে। চোরের মতন ধৰ্ম লয় বলে ছলে যথা শক্তি সেবেটার করুক আসিয় । আমরা সকলে আছি এখানে বসিয়া। এতবলি দূত্তেরে বিদায় করিল রোষে। রাজারে জানায় দূত গিয়া সবিশেষে ॥ শুনি ক্রোধে রাজা বলে মার গিয়া তারে । কিম্বা বন্ধি করে আন আমার হুজুরে। আজ্ঞা মাত্র চলে সব রাজ সেন। গণ । প্রতাপরুদ্রের গড়ে দিল দরশন। বাজায় রণের বাদ্য কাড়া জয়ঢাক । দাগড়া দামামা ভঙ্কা রায়বাশে পাক ৷৷ শুনিয়| সমর সবদ স্তব্ধ হয় রায় । হেন কালে মন্ত্রি আসি ভাড়ায় তথায় ৷ আজ্ঞা দিল গোলন্দাজে দাগরে কামান। বাজিল তুমুল যুদ্ধ হেরে হরে জাম ॥ অশ্বেং গজেং পদাতি২। আপনি করিছে যুদ্ধ মুক্তি মহা রখি ॥ ছয় দণ্ড যুদ্ধ হয় মরে অগণন। পূর্বের রাগের রাগ সাধিছে এখন । হন্ত পদ কাটা কার রহিত বদন । কেহ ধড়ফর করে ধুলায় শয়ম ৷ কেহ তোপে উড়ে যায় দেখিতে নাপায় 1.কেহ বলে বাপ২ মরি প্রাণ যায় । পরেতে পরান্ত হয় বর্গির গণ ভঙ্গু দূত গিয়া বৰ্ত্ত। জানায় তখন। অপমান শুনি রাজা মলিন বদন । পাত্র গণ প্রতি তবে বলয়ে বচন । কি করিব কি হইবে কিসে রবে মান । তোমরা আমারে কহ তাঙ্কার সন্ধাম ৷ পাত্র গণ বলে রাজ এখন এমন অগ্ৰেতে করিতে যদি যুক্তি,