পাতা:কৌত্তক বিলাস.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯზ কৌত্তক বিলাস । বিধাতা না দিল আজি আহার জামারে। এত বলি উঠিমন্ত্রি কয়িয়া জন । উচ্চৈঃস্বরে বলে বেটা পাপিষ্ঠ রন্ধন । বক২ করে গালি দিতেছ অামারে । আজিসে পাঠাব তোমায় যমের নগরে । অতঃপরে কণগুধরে মারিল হারিতে। সৰ্ব্ব ভষ্ট নষ্ট হয় কাষ্ঠের আনতে ॥ কহিতে যেমন গালি দিল তার ফল। উপযুক্ত বলে, পুন হাসে খলখ । সে স্থান তেজিয়া পুনযায় অন্য স্থানে নিশ্চয় পাগল এট। সেই বেটা জনে ॥ কহিল আপন গণে শুন সমাচার। বড়ই পাগল বেট করেন আহর । শুনিয়া সত্তোষ হয় তার সঙ্গিগণ । এখানে বগির রাজা ভাবে মনেমন । আসিল ব্যারি দেশে সাত ভিঙ্গ লয়ে নাহি হয় বিক্রীতার কিসের লাগিয়৷ প্রতাপরুদ্র বিনা চিনিতে নারিবো তাহরে খালাসকরে তুরায় আনিবে৷ শুনি জমাদার আনে ধরিয়া ভূপতি শীর্ণজীর্ণ বিশীণ মলিন দেহ অতি u রাজা বলে শুনহ ওহে নৃপবর । তুমি নাকি জান ভাল জহরের দর। আমার সহিত চল তুরাঘ তথায় । এত বলি দুই জনে হরষিতে যায় ॥ শ্ৰীশ্যাম কহিছে ক্ষিপ্ত হয়ে মন্তি রাজা এত দিনে সাধি লেক আপনার কায । প্রতাপরুদ্রের উদ্ধার ও বগি রাজার বন্ধন । ত্রিপদী ॥ সঙ্গেতে লয়ে ভ,পতিঃ চলিলেন নরপতি ঘাটে দেয় বার দুইজন। পাইয়ে রাজার সাড়াঃ চারি