পাতা:কৌত্তক বিলাস.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ� কৌত্তক বিলাস ৷ ধনে মানে কুলে শীলে সমভাব দেখি। কেবল সোণার মলে হইলাম ফাকি বুলি আভাসে রাজা কটুভাষ। বলে। কেবল ধনের মান্য কুলে নাহি মিলে । কেশর কোণীয় গালি যবনান্ত তায় । ব্যঙ্গকরি পাঠরাণী কহিল আমায় ৷ সত্য কথা মিথ্য নহে কি বলিবে তারে। অধে মুখে মহারাজ চলিল বাহিরে। ঐশ্যাম কৌস্তুক করে নৃপতিরে কহে । নারীর এমন কথা প্রাণেনহিসহে - সদ্যফল চুচড়া মিষ্টি। পয়ার ৷ করিতে আমীরে বন্ধি সাজায় কুঞ্জর তাহার উপরে বৈসে রাজ্যের শ্বর। চালায় কুর বেগে আগে ভঙ্কা যায়। হেন কালে অপরূপ দেখে তথা রায় । সরে। বরে ধীবর ধরিছে মৎস্যগণ । সেই কালে তধা এক আসিল ব্রাহ্মণ। দর্শিত সুন্দর ছান্দ নটুয়ার বেশ । গলে উপবীত মোট পেনসেট কেশ । কাল পাড়ি ধৃতি পরা হাতে হেম ছড়ি। পায়েতে সাচ্চ নাগর। টেকে শোভে ঘড়িা রক্ত চন্দনের ফোট ভালে সুশোভন সরোবর তিরে অসি কহিছে সেজন। তিনদিন অনশন আছি উপবাসি । কিছু মৎস্য দেও যদি তবে করি আশি ॥ একথা শুনিয়া কুচ হৃষ্ট মন হয়ে চিল চিম দিল তারে সম্ভাষ করিয়ে ॥ ধর২ দ্বিজবর এই দিতে পারি। শুনি হস্তপাতে বিপ্র তার বরাবরি। করেতে লইয়া মৎস্য হয়ে হৃষ্ট মন! অকাতরে অমৃননে করিছে