পাতা:কৌত্তক বিলাস.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌস্তুক বিলাস । ११ চৰ্ব্বণ। সঙ্গ্যক্ষলচুচড়া মিষ্টি আশা না রাখিৰ। প্রাপ্ত. মাত্রে যাহউক ভোজন করিব ৷ আশার আশায় করে সেইতো অসার। এত বলি সেসকলি করিল আহার ॥ আপন নয়নে ৰূপ দেখি হেন কায। বুদ্ধি শুদ্ধি লোপ হয় ভাবে মহারঙ্গ ॥এমত অদ্ভুত কৰ্ম্ম জন্মিয় নাহেরি ইহার বৃত্তান্ত কিছুবুঝিতে না পারি। এত বলি অধি ঠারে কোতয়াল পরে । লয়ে চল দ্বিজবরে অামার হুজুরো আজ্ঞা মাত্র কোটাল ধরিয়া লয়ে যায়। এখানে বেগেতে রাজা কুঞ্জর চালায়। আসিয়া বসিল রাজা দিয়ে রায়বার। পাত্র মিত্র ভূভ্য আদি আইল সভার রাজ বলে সকলেরে শুনহ কারণ। বড়ই অদ্ভুত আজি করেছি দশন ॥ ধরিয়া ছিঙ্গড়ি মাচ এক দ্বিজবর । অপাকে ভোজন করে পুলক অন্তর। দেখিয় তাহার কার্য হতবুদ্ধি আমি। পাগল না হবে বিপ্ৰ জ্ঞান হয় কামী ॥ আসিতে আদেশ আছে আমার সভায়। বিশেষ বৃত্তান্তভূন্ত জিজ্ঞাসিবে তায় ৷ কহিতেই কথ। হাজির হুজুরে । সভাসদে নৃপতি দেখান অথি ঠেরে ইশ্যামাচরণ ভণে শুন মাহারাজ। আসার সুসার ছেৰ দ্বিজের এ কায । । রাজা কৰ্ত্তক ব্রাহ্মণের পরিচয় জিজ্ঞাসা। ত্রিপদী। ভূপতি সম্ভাষ করে কহে সেই দ্বিজবরে। হাস্য মুখে অপাঙ্গ নিহার। কিজাতি কাছার সুস্থ