পাতা:কৌত্তক বিলাস.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌস্তুক বিলাস । Ե Ց ঘাড়ে। পরে রায় বেগে আগে চলে যাই আমি। নারী বলে ধিরেই চল ওহে ভমি। সুপথ ত্যজিয়া বন পথে অামি যাই । যেই মনে তার সনে দেখা নাছি পাই । जरश२ निर्भोटोष इड्रेञ्ज शर्थञ ! उँउटन्न ७उम्न खम कद्धि নিরীক্ষণ ॥ হাসিয়া তাহারে আমি কহিনু বচন। যার তরে ত্যজ দেশ এই সেই জন । দেখিয়া আমীরে ধর্মী অন্তরে শিহরে। মুখেতে রাখিয়া মান সমাদর করে। সেইখনে শৃঙ্গারের উপক্রম করি। অধরে অধর চাপি গলদেশ ধরি। নারী কহে কেন আর কর পর হেন। এখন তোমার আমি হৈনু চিরদিন উতলায় কিবা সুখ হইবে সম্ভব। বাসা নিরূপণ কর তথা দোহে রব ৷ পুরাইব অভিলাষ তথা দুই জনে। ভমি মম স্বামি লোকে ইহা যেন জানে ॥ এত বলি ভুলাইল মানস মামার। কহিলাম কোন গুমে বল যাবে আর ॥ নারী কহে যে দেশে না আছে জ্ঞাতিজন । সেই দেশে অন য়াসে রব সৰ্ব্বক্ষণ ॥ শুনি কহি নানা গুমি চল সেই খানে । নারী বলে সৰ্ব্বত্ৰেতে আত্ম সম্বধনে। পরে তার পিতৃধাম ছিল যেই দেশে । আমার পোড়ার মুখ বাহিরায় শেষে ৷৷ শুনি ধনী বলে বাণী কিনাম কহিলে জমিয়া না শুনি এসো তথা যাই চলে ॥ এতবলি মোট মোর মস্তকে চাপায় । মরাল জিনিয়া ধণী আগু২ যায়, পহুছিয়া সেই দেশে কহি তারে আমি । এই মনোরম