পাতা:কৌত্তক বিলাস.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 কেীৰ্ত্তক বিলাস । স্থান কোথ। রবে ভমি। ধনীকহে উত্তম আৰাসে গিয়া রুব। আর কিছু দূরতর অগ্রসর হব। কহিতেই কং পিতৃবাসে যায়। আমার মন্তক হৈতে বোঝাট নামার বসায়ে বাহিরে মোরে গেল অন্তঃপুরে। পিতা মাত৷ তাহারে যে সম্ভাষ না করো ধনী বলে পতি সঙ্গে করিয়া কেন্দল। আসিয়াছি হুেতাকারে সকল মঙ্গল ৷ অমেক ক্ষণের পর দাস একজন। আসিয়া কহিল বেট নিষ্ঠুর বচন ॥ বলে উঠং মুটে যাও নিজ ঘরে। বেতন ত্রিপণ কড়ি গণে লহ করে । সবে বলে సి শুনিতে বিষাদ সাধেতে ঘটিল রাজা এমন প্রমাদ। নিশ্চয় জনিৰু মনে বিষম চত্তরি। কখন না হেরি শুনি হেন দুষ্ট নারী ॥ আমারে ভুলায়ে ধনী রাখিল গুমান । রমণ করিলে আর নাপাইত ত্ৰাণ । কতেক চাত্তরি করি আমারে বঞ্চিল । আশার আশায় রাখা সে অাশা বিফল ৷ উদয় হইলে আশা করিবে পুরণ। গহরিক রিলে হরি করেন কঞ্চন ॥ প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্যং এই কথা সার। আশার আশা কভু না রাখিব আর ॥ আশার আশয়ে মধু মক্ষিকার গণ কত শুমে সঞ্চে মধু করিয়ে যতন । নৈরাশ করয়ে অন্যে যে করে হরণ শৃগালের ধনুগুণ যেমন ভোজন । কেবল আশার আশে মরীচিকা জলে। আকাশ ফুলের ন্যায় শাস্ত্রে ইহা বলে। তাহার কারণ এই শুন মহারাজ। কাচা মাচ