পাতা:কৌত্তক বিলাস.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । Եզ՝ খাইতেছে মাছি"ন! লাজ ॥ কিজানি রাখিলে যদি অন্য কেই খায় । তবেতো নাহবে ভোগ বিয়োগ আশায় ৷ তেকারণ আশার সুসার এই সার। আশার আশয়ে রয় সেই দুরাচার ॥ ঐশ্যাম কহেন আশ। কমের বন্ধন। আশাত্যাগী অনুরাগী জীবন মোচন৷ দশ চক্রে ভগবান खूड l ত্রিপদী ৷ শুনিয়া তাহার বোলঃ সবে করে হাস্য রোল গণ্ডগোল কোলাহল হয়। কেহ মৃদু হাস্য করেঃ কেহ কারে অ’াখি ঠারেঃ কেহ বলে, ভাল মাহাশয় । কেহ বলে এসংসারেঃ নাহি দেখি আর কারেঃ তোম৷ সম জ্ঞানের সাগরে। অন্যে কহে ভাগ্য ভঙ্গেঃ দরশন তব সঙ্গেঃ অপাঙ্গে স্বরঙ্গে রঙ্গকরে ৷ শুনি সেই রসময়ঃ রসান্বিত ভাবে কয় দশ চক্রে ভগবান ভূত । দশমুখে যশোধৰ্ম্ম একের নহে সেকমঃ দশে হিত করে বিপ রীত ৷ শুনি রাজা কহে বাণীঃ কহ দেখি সে কাহিনিঃ ভগবান ভূত কি প্রকারে । এতেক বচন শুনি শ্ৰীশ্যাম কহিছে বাণী শুনে রাজা হরিষ অন্তরে ৷ উষন নগরে ধামঃ ভীষণ রাজন নামঃ মহারাজ অতি ভগ্য ধর । উপমা নাহি উচিত। স্বগে রাজা পুরোহিত মতে সেও তাহার সোসুর ৷ পাত্র মিত্র সভাজন ভূত আদি অগ ৭নঃ দানে রাজা দধিচি যেমন । ভগবান নামে তারং • অছিল খেজমতগার শুন তার রহস্য কথন । রাজ