পাতা:কৌত্তক বিলাস.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ কৌস্তুক বিলাস । নাহি দেয় তার মারী। আপনার দুঃখ বিএ যদি তারে কয় । মারিতে তাহারে উঠে হেন জ্ঞান হয় ৷ এইৰূপ দ্বন্দ্রসদ কপালের ফলে। অভাগার সুখ নাহি কোন কালে বলে। সদা দ্বন্ধু দেখি বিগ্র করে অনুমান নি শ্চয় ভাবিল মনে মা রাখিব প্রাণ ৷ একে ময়ি মনে৷ দুঃখে ভিক্ষায় নির্ভর। নারীর বচন খাড়া মড়ার উপর গলে রসু দিয়ে আমি হইব বিরতি । নহিলে এদুখে মম নাহিক নিস্কতি ॥ এত ভাবি রঙ্গু হন্তে যাইয়। কাননে ॥ তরুতে বান্ধিল ফাস আপনার মনে। হরিরে স্মরণ করি বিপ্র অবশেষে। ফাস করে ধরে দেয় নিজ গলদেশে ৷৷ হেমকালে মনে ভাবে বিপ্রের তনয় । সৰু য়েতে মেওয়া ফলে সৰ্ব্বলোকে কয় ৷ মরণ অধিক মন্দ কি আছে সংসারে । দেখিব কেমন মেওয়া ফলয়ে আ৷ মারে ক্ষণেক বিলম্ব মনে সবুর তখন। সে বন ছাড়া য়ে বিপ্ৰ যায় অনবন। বাৰু ভল্লুকের ভয় তিলেক নৱয় । নিশ্চয় ত্যজিব প্রাণ যেই কাল হয়। সে বনে বিপ্রের সুত মরিবারে চায়। মরিতে না পারে ভাবে সবুর কোথায় ৷ এইতো অনেক কাল অতীত হইল । এখন সৰুর গাছে ফল নাকলিল আর কিছুকাল আমি করিব সবুর। এত ভৰি অন্য বনে চলে জিবর। ক্রমেং নাম বন আক্রম করিয়া। সৰুরের আশে দ্বিজ রছিল বসিয়া ৷ হেন কালে এক নারী অতি কদাচার। কিন্তু