পাতা:কৌত্তক বিলাস.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । $3 মালা অলঙ্কার জঙ্গে শোভে তার । হিরা নাল ছুনি মণি সে ধনীর অঙ্গে ৷ একাকিনী কামিনী যে কেহ নাহি সঙ্গে তাহারে দেখিয়া দ্বিঙ্গ বনেতে লুকায়। দেখিৰে মানস তার কিকরে হেথায় সেই স্থানে কামৰূপ জি নাহি জানে। কেবল বিষাদ ভাবে আপনার মনে ॥ কাম কৃপ তত্ত নারী জানিয়া কারণ । আসিয়াছে কাম আশে ত্যজিতে জীবন ৷ কূপের নিকটে গিয়া খেদে রামা কয়। শুনং কাম কুপ মোর পরিচয় ৷ আমিতে রাজার নারী কুমারী রাজার। আম সম কদাকার মাছি হয় আর একারণ সৰ্ব্ব সুখ থাকিতে বঞ্চন। অভাগীর প্রতি পতি সদা করে ঘৃণা। সতিনী গণের সঙ্গে রঙ্গে রাজা রয়। আমারে দেখিলে কভু কথাটি না কয় । কোন দোষ নাহি মোর কেবল কুৰূপ। ধৰ্ম্মময় কামৰূপ মোরে কর কৃপা কামৰূপ বিবরণ শুন সৰ্ব্বজন। একটি মানস জীবের করেন পুরণ দুই আশা বলে ভাষ৷ যদি পড়ে তায় । ইতোনষ্টস্ততে। ভষ্ট অধঃপাতে যায় ৷ একারণ অক বাক্য অকােরাথি চিতে । কহিতে নাগিল ধনী ধমের সাক্ষাতে ৷ ভবন মোহিনী হব যুৱতী সদাই। আমার কটাক্ষে রক্ষা দেব যক্ষে নাই ৷ এতবলি কামৰূপে পড়িল কামিনী । উঠিল ধরার অশি অদ্ভুত কাহিনী ॥ এক চোটে ধড়ে মুণ্ডে दूरे খান তার। দ্বিজবলে সবুরেতে মেওয়ার