পাতা:কৌত্তক বিলাস.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেীৰ্ত্তক বিলাস । గ్రీe& পারে। মনেং জাৰ্ত্তনাদ বিপ্রের কুমারে ॥কাপড় কাচি ছে নেতে হরষিত মনে হেন কালে সিপাই জাইল সন্নি ধানে । কম্বে রেঞ্জামেরা কাপড়া জলদী সাপ কিজ । শুনি নেতে কহে মহারাজ আবদিজ । তুরায় বসন পরিস্কার করে নেতে দেখিয়া নস্কর হয় অতি হরষিত । বলে রেঞ্জ মেরাপাশ আওর কুচনাই। বলিয়া দহিঠো লিজে চলিল সিপাই ৷ হইল অধিক বেলা গগণে উদয় দধিলয়ে আহার করিতে নেতো যায়। ঢালিতে পাথ রে দধি খটমট করে। কি আছে ভিতরে বলি নয়নে নেহরে ৷ পড়িল অনেক মতি শরের সহিতে দেখিয়৷ ধোপানী তবে লাগিল ভাবিতে। ক্রমেই শতমতি প। ইল যখন। নিশ্চয় আপন দধি জানিল তখন ৷ ঈশ্বরে প্রশংসা করি রজকিনী বলে । কার সাধ্য কেবা পায় ভূমি নাছি দিলে। আমি অগ্নে দিলাম যে করিয়ে ভকতি। না লইয়া কষ্ট বিপ্ৰ হইল মোর প্রতি ॥ প্রকার করিয়া পুনদিলাম তাহারে। পুনশ্চ.আইল ফিরে আ পনার দুরে । তবেতো এখন মোর নাছিক সংশয় । এত বলি মতি ভলি দধি অন্ন খায়। হাপড়ে চোপড়ে খায় গায় হরি গুণ পুলকে পুরিল অঙ্গ পেয়ে বহুধন । তদ বধি পুৰ্ব্বাপর ছোট বড় জন। কথায় তুলনা দেয় না জানে কারণ। শ্যাম কহে একথার সার অর্থ এই। याग्न थम उद्धं थम बग्न cनरङ भाद्र प्ररे it