পাতা:কৌত্তক বিলাস.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । ১২৬ কোন জনঃ জানিতে নারি কারণঃ অভাগার হইল শমন আমিতো নাইক সেৰি ভুবন বিজয়ী কবিঃ এই ভূমি নখেতে দপণ । দিয়াছে আমারে বরঃ জিনিবে সকল নরঃ বাদী না রহিবে কোন জন । সে কথা অন্যথা হয় এখন মহিল ক্ষয়ং ভণ্ড যোগী কিসের কারণ । জানিতে যাহার তত্তঃ চিত্ত্বে করি শুদ্ধ সত্ত্বঃ নায়িকার করিল সাধন । বারে২ জপে নামঃ সিদ্ধ হেত্ব তার কামঃ নায়ি কার হইল গমণ । দিখি তারে স্তুতি করেঃ কহে পরে মৃদুংরেং দ্বিজবর করিয়া রোদন সকলি জান গে স্তমিঃকি আর কহিব আমিঃ মিথ্যা হৈল তোমার বচন কৃপা করি বর দিলেঃ তব শত্ৰু ভূমণ্ডলে না রহিন" শুনরে নন্দন ৷ সে কথা দুরেতে গেলঃ কাল প্রায় শজু এলোঃ যোগীবেশে আমার শমন । কিবা বিদ্যা কি বিচারেঃ গুণসে নিগুণ করেঃ অপমানে পরাণে বিষাদ শুনিয়া নায়িকা বলে পাগলের ৫ায় হলে কার সঙ্গে করিয়াছ বাদ ৷ আমরা কিঙ্করী যার সেন্থ দাসীতে যাহার সেধনী উহার পদ সেবে । সুদা আমাদের মন আকাংক্ষা করি দশন তুমি ছার তার কি করিবে । রাজার কতেক পুণ্য সংখ্যায় না হয় গণ্য দরশন পায় সেই ফলে। নেপদ হৃদয়ে ধরি শব ৰূপ ত্রিপুরার যে পদ পায়েছে দৈব বলে। তুমি কিবা খুঁট তত্ত্ব ব্ৰহ্মা নহে গণনায় হেন জন সেই মহাশয় y অামারু