পাতা:কৌত্তক বিলাস.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ কৌত্তক বিলাল । মুখে অতি দুখান্বিত নহে কারমর্মভেদী অশেষ গুণের নিধি সুৰ সম বচন তাহার। আদেশ আমারে তেহ দিলা করি মনে সুেই ভাষা গুস্থ করিতে প্রচার it শুনিয়া তাহার বাণী যথার্থ ষে যে কাহিনী সত্য ৰূপ করিয়ে রচন। বাহুল্য অনেক আছে মিথ্যা দোষ হয় পাছে রচিবারে নারী তেকারণ ৷ সাগর সমান গুণ কৃষ্ণছন্দ্র উপাখ্যান তাতে কে হইতে পারে পার। যত বল তত হয় কহিলাম ষে নিশ্চয় যথার্থ কৌত্তক যা তাহার। রজক রমণী সঙ্গ সেইতো বিষমরঙ্গ নবাবের ছলনা প্রভৃতি। বিশু খাঁর ব্যবহার নানা মত কাব্য ಣ নারিলাম লিখিতে সম্প্রতি ॥ পুনৰঞ্চি দোষ হয় ওদকৰ সম্ভবনর মিথn বোধ যদি কেহ করে। যদি জান কোন জন বুলিবেক মনে মন গুস্থ শেষ হল অতঃপরে। ব্ৰক্ষার প্রিয় প্রেয়সীঃ যার কাস্তি শশি রাশিঃ তার পদ করিয়া শরণ কৌত্তক বিলাস নামঃ গুস্থ হৈল পরি ཅིག་ རཱ་མ་ཎ་ দি ঐশ্যামের ত্রিরচন। সমাপ্ত৷t