পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/و . তৎকালীন রাজকবি বা বাজপুরুষগণ কর্তৃক লিপিবদ্ধ হইত, শত শত তাম্রশাসন ও সাময়িক o খোদিতলিপি হইতে তাঙ্গর সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যাইতেছে। যতদিন ভারতবাসী উন্নত ছিলেন, স্ব স্ব স্বাধীনতা অক্ষুণ্ণ রাথিতে সমর্থ হইয়াছিলেন, যত দিন না বিধৰ্ম্মী বিদেশী আসিয়া তাহাদিগকে অবনত করিয়াছিল, ততদিন ভারতে ইতিছাসের আদর ছিল। তাহদের অবনতির সহিত র্তাঙ্গদের রাজনৈতিক ইতিহাসেরও সম্পূর্ণ অনাদর খটিয়াছে । * সেইজন্তই ভারতে রাজনৈতিক ইতিহাসের অভাব লক্ষিত হইতেছে, কিন্তু সামাজিক-ইতিহাস রক্ষায় ভারতবাসী কখন উদাসীন হন নাই। সামাজিক ইতিহাসের প্রধান অঙ্গ কুলপরিচয় এবং বংশাবলী-কীৰ্ত্তন, স্মরণাতীত বৈদিকযুগ হইতে অদ্যাবধি ভারতে প্রচলিত আছে । ঋকুসংহিতা, রামায়ণ ও মহাভারতে তাহার যথেষ্ট প্রমাণ রহিয়াছে। এখনকার কুলগ্রন্থ তাছার সাক্ষ্যস্থল। পূৰ্ব্বকালে মুনিঋষিগণ সমাজরক্ষা ও সম্বন্ধস্থাপন জন্য বিশ্বস্ত ংশের কুলপরিচয় রক্ষা করিতেন। পরবর্তীকালে হিন্দু ও বৌদ্ধরাজগণের সময়ে পূজ্যপাদ আচাৰ্য্যগণই ঐ কাৰ্য্য সমাধান করিতেন। তৎপরে যখন আচাৰ্য্যগণ ঐ মহাকাৰ্য্যসাধনে পশ্চাৎপদ হইলেন, বা নানা রাজনৈতিক স্ন' ধৰ্ম্মনৈতিক গোলযোগে নানা সমাজ ও শ্রণীর বিস্তৃতি ঘটতে লাগিল, হিন্দুরাজগণ সামাজিক গোলযোগ-নিবারণের জন্ত প্রধান প্রধান জাতির কুলরক্ষা বা কুলমছিম-কীৰ্ত্তন, সম্বন্ধ-জ্ঞাপন ও সামাজিক মর্যাদা-নির্ণয় করিবার জন্ত কুলাচাৰ্য্য নিযুক্ত করিলেন । এই কুলাচার্যগণের যত্নে সকল সমাজের সংক্ষিপ্ত ইতিহাস রক্ষিত হইয়াছে। এই সামাজিক ইতিহাসই আমাদের আলোচ্য বিষয় । বড়ই গৌরবের কথা যে, এই বঙ্গদেশের প্রকৃত রাজনৈতিক ইতিহাস অতিবিরল হইলে , সামাজিক ইতিহাস দুষ্প্রাপ্য নছে। বাঙ্গালার প্রত্যেক জাতি, প্রত্যেক শ্রেণী, প্রতি পরিবার, এমন কি প্রত্যেক প্রধান ব্যক্তির সামাজিক ইতিহাস পাওয়া যাইতে পারে। কি গৌরব ও সম্মানের সমুচ্চশিখরে অধিষ্ঠিত ব্রাহ্মণসমাজ, কি অবনত ঘৃণিত চণ্ডাল-সমাজ, সকল সমাজেরই কুলক্রমানুসারী সামাজিক পদমর্যাদার ইতিহাস লক্ষিত হয় । গ্রত্যেক সমাজের কুলাচাৰ্য্য, সমাজদার বা প্রধানগণ স্ব স্ব সমাজের কুলগ্রন্থ রক্ষা করিয়া থাকেন। এই সকল কুলগ্রন্থ পাঠ করিলে, সেই সেই সমাজের উৎপত্তি, বিস্তৃত ও অভিজাত্যের সংক্ষিপ্ত ইতিহাস আমরা অবগত হইতে পারি। " বড়ষ্ট দুঃখের বিষয়, এখন পাশ্চাত্য সভ্যতার প্রভাবে কুলশাস্থের সমাদর না থাকায়, দিন দিন শত শত কুলশাস্ত্র বিলুপ্ত চষ্টতেছে। প্রকৃত কুলাচাৰ্য্যগণ স্ব স্ব ব্যবসায় পরিত্যাগ করায় ও মুখম ঘটকগণের হাতে সেই সকল অমূল্য শাস্ত্র ন্যস্ত থাকায় নানাপ্রকারে এই শাস্ত্রের অনাদর, বিকৃতি ও বিলোপ সাধিত হইতেছে। * SBBDD DS DDDD DDDBBB B BBBB BBBB BBB BBBB D DD DD छूब #ब्रिब्राप्छन। * SkSkDD DD DDDk BB BBBB BB BBBBBB BBB BBBB BB DDDS BBDD gDB BD DDDDD DDBB BBB BDDS DD DD BBBBB BBBBB BBBS