পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতি-বিভাগ • s» শাকদ্বীপী ব্রাহ্মণগণেরই একশাখা মৌর্য্যাধিপত্যকালে ক্ষত্রিধৰ্ম্ম গ্রহণ করিয়া শুঙ্গমিত্র’ নামে ভারতে আধিপত্য-বিস্তার করিয়াছিলেন । মৌর্য্যসম্রাট বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্রই শুঙ্গমিত্রবংশের প্রতিষ্ঠাতা। তিনি যেমন দারুণ বৌদ্ধ বিদ্বেষী তেমনি অতিশয় ব্রাহ্মণ্যধৰ্ম্মানুরক্ত ছিলেন । ২৩৫ খৃষ্ট পূর্ববাদে । পুষ্যমিত্রের অভু্যদয় ২ ১৪৭ বর্ষ পুষ্যমিত্রবংশ ভারতশাসন করিয়াছিলেন । পরে কাণু, আন্ধ, ও শকবংশের প্রভাব বিস্তারের সঙ্গে পুষ্যমিত্ৰগণ আর মাথা তুলিবার স্থবিধ পান নাই । পশ্চিমভারতে শক প্রভাব হ্রাস হইয় অসিলে এই ক্ষত্রিয়ধৰ্ম্ম পুষ্যমিত্রগণ কোন কোন শক।ধিকার করায়ত্ত করিয়া আবার মস্তকোত্তলন করিলেন। খৃষ্টীয় ৫ম শতাব্দীর প্রারস্তে র্তাহার এতদূর প্রবল । হইয়া উঠিয়াছিলেন যে, তাহদের ভয়ে গুপ্তসাম্রাজ্যলক্ষণী পর্য্যন্ত বিকম্পিত ইয়াছিল। বলভীরাজগণের তাম্রশাসনে তাহারাই ‘অতুলবলসম্পন্ন মৈত্রক’ নামে পরিচিত হইয়াছেন । এই মৈত্রকবংশেই সুরাষ্ট্রে বলভৗরাজবংশস্থাপয়িত সেনাপতি,ভটার্কের তাভু্যদয় । চীনপরিত্রাজক যুঅংচু অঙ্গের ভ্রমণবৃত্তান্ত হইতে আমরা জানিতে পারি, এই বংশ মালবপতি যশোধৰ্ম্ম বিক্রমাদিত্য ও বৈশ্বসম্রাট, হর্ষবৰ্দ্ধনের সহিত বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ছিলেন । উক্ত মৈত্রক-বলভদংশের অভু্যদয়ের সহিত আনন্দপুরে নাগর-ব্রাহ্মণগণের সমাবেশ দেখিতে পাই । এই প্রথিত ব্রাহ্মণবংশ মিত্রে। পাসক শাকদ্বী পা ব্রাহ্মণগণেরই একটা শাখা বলিয়! প্রতিপন্ন হইয়াছেন । শ্রীমাল ব্রাহ্মণ ও গুজরাটের নাগর-বণিয়ারাও এই নাগর-ব্রাহ্মণ হইতে বাহির হইয়াছে।” আমরা দেখাইয়াছি যে, শিশোদিয়কুলতিলক সূৰ্য্যবংশীয় বলিয়। পরিচিত মেবারের মহারাণগণও আদিতে নাগর ব্রাহ্মণ ছিলেন, পরে ক্ষত্রধৰ্ম্ম গ্রহণ করিয়া স্থৰ্য্যবংশ ক্ষত্রিয় বলিয় পরিচিত হইয়াছেন। স্বতরাং দেখা যাইতেছে যে, শাকদ্বীপী ব্রাহ্মণগণের একতম শাখা নাগরব্রাহ্মণ-সম্প্রদায় হইতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্ব এই ত্রিবর্ণেরই উৎপত্তি ঘটিয়াছে। তাহদের বংশধরগণ ভারতের নানাস্থানে ছড়াইয়া পড়িয়াছেন এবং সেই সেই বর্ণের নানা জাতির সহিত মিশিয়া গিয়াছেন । (১) বঙ্গের জাতীয় ইতিহাস, ব্রাহ্মণকাও, ২য় ভাগ, ৪র্থ অংশ, ৫৬ পৃঃ । (২) বঙ্গের জাতীয় ইতিহাস, বৈহুকাও, মাংশ, ১৪• পৃঃ। (*) Indian Antiquary, Wul. XL, p. 31. (8). & . ? vol, XI, p. 33, (१) वtवब झाठीब्र ईठिशन, ४२थ९(७, २भ२ि५, »७• ९*** २७१ श्रृं8य °ांमौक प्लेष्ठदा । や3