পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতি-বিভাগ 86 ৩য়। ভিন্ন আচার বা কৰ্ম্মের অনুষ্ঠান । ৪র্থ। স্ব স্ব সমাজে প্রভুত্ব লইয়া বিবাদ। ৫ম। আর্থিক অবস্থা ও জ্ঞানের উন্নতিতে নিম্নশ্রেণী হইতে উচ্চশ্রেণীতে *প্রবেশলাভ ৷ ৬ষ্ঠ । সভ্যতার বিস্তারে নিম্নজাতির আত্মপরিচয়গোপন । ৭ম । বৈবাহিক আদান-প্রদান । আমরা অতি সংক্ষেপে এই সাতটা কারণ নির্দেশ করিলাম। এ সমুদায়ের বিস্তৃত সমালোচনা এ পুস্তকের আলোচ্য নহে। তবে ভারতের অপরাপর প্রদেশ অপেক্ষ বঙ্গদেশে হিন্দুসমাজে প্রায় সকল শ্রেণীর মধ্যেই জাতি-ধৰ্ম্মপালনের কুমাদর, কৌলীন্ত-রক্ষার চেষ্টা এবং জাতীয় অনুষ্ঠানাদির প্রতিপালনের অনেকটা অনুরাগ দেখা যায় বলিয়াই জাতিলিভাগের উৎপত্তির ইতিহাস অতি সংক্ষেপে লিপিবদ্ধ কুরিলাম। আদি উৎপত্তিতত্ত্ব জানা থাকিলে ভবিষ্যতে স্ব স্ব শ্রেণীর সামাজিক পদমর্যাদা বা অধরোত্তর আসন লইয়! একটা সঙ্ঘর্ষ বা বিশৃঙ্খলত ঘটিবার সম্ভাবনা অতি অল্প হইবে, ভাবিয়াই; বৰ্ত্তমান পুস্তকের মুখ্য উদ্দেশ্যের অন্তর্গত না হইলেও এই সকল কথা লিখিতে বাধ্য হইলাম ।