পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १३ বঙ্গের জাতীয় ইতিহাস আদিনিবাস। আবার বিচক্ষণ ইলিয়টুসঙ্গের লিথিয়াছেন, ( বঙ্গের ) গৌড়মণ্ডলেই গৌড়ব্রাহ্মণদিগের নিবাস হইলে রাজা আদিশূর স্বদেশীয় গৌড় ব্রাহ্মণদিগকে পরিত্যাগ করির সুদূর কান্তকুজ হইতে কেন ব্রাহ্মণ আনাইবেন ?১ তিনি গৌড় নামের প্রাচীনত্ব স্বীকার করেন না। তিনি বলেন, ‘বৈদ্যবংশীয় রাজগণের সময় ইষ্টতেই গৌড়ের খ্যাতি ও প্রতিপত্তি। উক্ত পুরবিদগণের কি অপুৰ্ব্ব যুক্তি ! আৰ্য্যবৰ্ত্ত ও দক্ষিণাত্যবাসী সৰ্ব্বসাধারণ গৌড়ব্রাহ্মণদিগের মধ্যে যে বিশ্বাস অবিহুমান কাল চলিয়া আসিতেছে, তাহার বিরুদ্ধে কথা কহিতে আমাদের সাহসে কুলায় না । গৌড় যে এত আধুনিক, তাই বা কে বলল ? প্রথমেই আমরা দেখাইয়াছি, গৌড়পুর বহু প্রাচীন, আদিশূর কি সেনরাজগণের যখন নাম গন্ধ ছিল না, তাহার সহস্ৰাধিক বর্ষ পূৰ্ব্ব হইতে গৌড়ের প্রতিষ্ঠা ২ তখন কেনবা না এখান হষ্টতে গোঁড়ব্রাহ্মণগণ বহুপূৰ্ব্বকালে হস্তিনাপুরে গিয়া বাস করিবেন । তাছাতে অপরাধ কি ? কেবল গৌড়ব্রাহ্মণেরণই ধরা পড়িয়াছেন, এমন নহে । ইলিয়ট সাহেব নিজেই লিথিয়াছেন, গৌড়রাজপুত ও গৌড় কায়স্থগণ (বহুদিন হইল ) আমাদের এই গৌড় হইতে গিয়াই উত্তরপশ্চিম প্রদেশে বাস করিয়াছেন। এই সকল কারণে আমরা বলিতে পারি, গৌড় ব্রাহ্মণের পূর্বপুরুষগণ গৌড়বাসী আদিম ব্রাহ্মণ । লক্ষ্মীর শান্তিনিকেতন ভাগীরথীর পবিত্রসলিলবিধৌত বঙ্গভূমির এমনি একটা অপার্থিবআকর্ষণী শক্তি আছে,যিনি একবার এই লীলাক্ষেত্রের বিলাসবিলমিত জলবায়ুর আস্বাদ গ্রহণ করিয়াছেন, কি এক অজ্ঞাত বৈদ্যুতিক প্রবাহে ভঁtহার হৃদয় উদ্বেলিত করিয়াছে ? সেই অজ্ঞাত আকর্ষণে কোমল কঠিন হয়, পাথরেও পরিমল প্রেমের উৎস বঠিতে থাকে। গ্রীষ্মের উন্মাধিক্যে, বসন্তের মৃদুমন্দ অনিল প্রবাহে শিশিরশিক্ত হিমকরনিকবে, কৌমুদীশোভিত শারদীয় সন্ধ্যাকাশের প্রাকৃতিক সৌন্দর্ঘ্যে বিমোহিত গৌড়বাসীর দেহ, প্রাণ ও মন ক্রমোন্নতি-পথে স্বভাবতঃ অগ্রসর । (s) Elliot's Races of the N. W. P. Vol. I, p. 102. (২ ) এদিকে ডো ও রেনেল সাহেব আবীর বহুদূর অগ্রসর হইয়াছেন, তাহার লিখিয়াছেন, ৭০ খৃঃ পূৰ্ব্বাদে রাজ। ভোজ কর্তৃক বঙ্গের রাজধানী গৌড়নগর স্থাপিত হয়। গোপুর যে সমধিক প্রাচীন, BBBB BBDD DDD SSSSSS BBB BB BBB DD BBB BBS BBB BBB BBDDS BBS BBDD বুদ্ধির অগোচর। রাজস্থানের ইতিবৃত্তলেখক কর্ণেল টউ আবার সকলের শীর্ষস্থান অধিকার করিয়াছেন : উহার বিশ্বাস, গৌড়ের পারস্যরাজ বহ্বান গৌড়ের বংশধর । তিনি খঃ ৭ম শতাব্দীতে ভারতে আদিয়া কনোজ-রাজকুমারীর পাণিগ্রহণ করেন, তাহা হইতেই গৌড়রাজপুতগণের উদ্ভব । ( Tod's Rajasthan, Vol. 1. p. 282, vol. II. p, 449.) এ অপূৰ্ব্ব যুক্তির মৰ্ম্মোদ্ধার করিতে অমির অসমর্থ। BB ttt BBBB BB BBBB DDS gB BBBS BBB BBBB BB DBB DDS সাহেব কিরূপে লিখিলেন, তাছা আমাদের বুদ্ধির অগম্য। তিনি ঘোর বংশকে গৌড় ঠাওরাইয়। মহাভ্রমে পতিত হইয়াছেন। ভারতের পশ্চিম প্রান্ত ছাড়াইয়ী আফগান রাজ্যে যে ঘোরবংশের বাস ছিল, তাঙ্গারাই বহাম ঘোরের সন্তান, ভারতের ইতিহাসে ঘোরী বংশ নামে খ্যাত। তাহদের সহিত গৌড়রাজপুতগণের কোন সম্বন্ধ নাই।