পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় রাঢ়ীয় ব্রাহ্মণ-বিবরণ প্রথম পরিচ্ছেদ সন্ধুদ্ধনির্ণয়কার বিদ্যানিধি মঙ্গাশয় লিপিয়াছেন,—“সেষ্ট মহাপুরুষ দ্বিজপঞ্চক রাজদত্ত গ্রাম পাইয়া পরম্পর পৃথকভাবে পরমানন্দে বাস করিতে লাগিলেন। কালক্রমে ঠাহুদিগের ঘটুপঞ্চাশং সন্তান জন্মিল। সেই সন্তানগণের অধস্তন সস্তুতিমধ্যে যখন অন্তর্বিচ্ছেদ ঘটিল, তদবধি কতকগুলি রাঢ়দেশে ও কতকগুলি বরেন্দ্রভূমে বাস করিতে লাগিলেন । যাহার অনুগাঙ্গ প্রদেশে ও রাঢ়দেশে বাস করিতে লাগিলেন, তাহাদিগের সেই বাসনিবন্ধন, তাহদিগকে রাঢ়ী ও যাহারা বরেন্দ্রভূমে অর্থাৎ পদ্মানদীর নিকটবৰ্ত্তী দেশে বসতি গ্রহণ করিলেন, উাহাদিগকে বারেন্দ্র শব্দে নির্দেশ করা যায়।” আবার বরেন্দ্রকুলঞ্জেরা বলিয়া থাকেন,—“ভট্টনারায়ণ দক্ষ প্রভৃতি ব্রাহ্মণের আদিশূরের যজ্ঞ সমাধা করিয়া স্বদেশে গিয়াছিলেন। ব্রাহ্মণের মগধ হইয়া গৌড়রাজ্যে আসিয়াছিলেন এবং আদিশূর-নৃপতির যজ্ঞ সম্পন্ন করেন। ইহাতে দেশীয় ব্রাহ্মণেব কহিলেন, “যদি আমাদের সহিত আহারাদি কহিতে চাছ, তাঙ্গ হইলে প্রায়শ্চিন্ত কর।’ দেশীয় ব্রাহ্মণগণের এই বাক্য শুনিয়া ভট্টনারায়ণ প্রমুখ বিপগণ কছিলেন, “আমরা বেদবেদাঙ্গবেত্তা, আমাদিগকে পাপম্পৰ্শ করে নাই, আমরা প্রায়শ্চিত্ত করিব না।’ ইহাতে বিরোধ উপস্থিত হয়। কান্তকুঙ্গাধিপতি যিনি ব্রাহ্মণগণকে গৌড়ে পাঠাষ্টয়া দেন, ব্রাহ্মণগণের বিবাদহেতু মীমাংসা করিতে সমর্থ হইলেন না। তাহাতে ভট্টনারায়ণ প্রভৃতি ব্রাহ্মণের ক্রোধপূর্বক পুনরায় গৌড়দেশে আদিশূরের সমীপে উপস্থিত হন। অনস্বর আদিশূর র্তাহাদিগকে গৌড়ে অবস্থান করিতে অনুরোধ করিলেন। তৎপরে সপ্তশতীগণ নৃপাদেশে ভট্টনারায়ণ প্রভৃতিকে কষ্ট সম্প্রদান করিলেন। ভট্টনারায়ণ প্রমুখ ব্রাহ্মণের মুম্বজ্জনকর্তৃক সমাদৃত হইয়া শ্বশুরালয়ের সন্নিকটে ধান্তশালী রাঢ়দেশে বসতি করিলেন। সপ্তশতীকস্তাতে আত্মসদৃশ পুত্রকন্ত উৎপাদন করিলেন। এদিকে ভট্টনারায়ণাদির অভাব হইলে কান্তকুঙ্গবাসী পূৰ্ব্বপক্ষীয় জ্যেষ্ঠপুত্রেরা তাহদের মৃত্যুসংবাদ শুনিয়া শ্ৰাদ্ধ করিলেন। কিন্তু প্রতিবাসি-ব্রাহ্মণের। তাছাদের দানগ্রহণ কি অন্নভোজন না করায় তাহার অনন্তোপার হইয়া স্ত্রীপুত্র সহিত গৌড়ে আসিলেন। আদিশূর তাহাদিগকে রাঢ়দেশে বাস করা: উপদেশ দিয়াছিলেন, কিন্তু বিপ্ৰগণ বৈমাত্রেয় ভ্রাতৃগণের সহিত রাঢ়দেশে বসতি কঠিতে অসন্মতিপ্রকাশ করিলে, গোঁড়াধিপতি রাজধানীর নিকটে বারেন্দ্রদেশে তাহদের বাসের গর