পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঢ়ীয় ব্রাহ্মণ-বিবরণ ఇప్సారీ - হেতমপুর রাজবংশ । মুরলীধর চক্ৰবৰ্ত্তী এই বংশের আদিপুরুষ। র্তাহার জন্মস্থান বাকুড়া। তিনি বাঙ্গাল ১৯৫৭ সালে কৰ্ম্মোপলক্ষে বীরভূমে আসিয় রাজনগরাধিপতি রণমস্ত খাঁর সংসারে চাকরি লইয়া তথায় সপরিবারে বাস করেন। র্তাহার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র চৈতন্তচরণ মাতা ও ভ্রাতাকে লইয়া হেতমপুরে আসেন। ইহার কিছুকাল পরে তাহাদের উচ্চয় ভ্রাতার মৃত্যু হয় । যে সময়ে উভয় ভ্রাতার মৃত্যুতে তদীয় বংশধরের দারিদ্র্যের বিষম কশাঘাতে নিপীড়িত, তৎকালে হেতমপুরে রায়পরিবারের পূর্ণ প্রভাব । চৈতন্তচরণের জ্যেষ্ঠ পুত্র সংসার প্রতিপালনে অসমর্থ হইয়া তাহদের আশ্রয় গ্রহণ করেন এবং অল্পদিনের মধ্যেই বিশেষ প্রিয়পাত্র হইয়া জমিদারী সেরেস্তার কার্য্যে নিযুক্ত হইয়া বহু অর্থ উপাজ্জন করেন। আয়ুবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি কতকগুলি মহাল ইজার বন্দোবস্ত করিয়া লইয়া যথেষ্ট লাভবান হইলেন, এই সময়ে তিনি কোন কারণে রাজনগরাধিপ জমান খার বিষনয়নে পতিত হইয়া অপমানের ভয়ে পত্নীসহ নানাস্থানে ভ্রমণ করেন । এই দুঃসময়ে ( ১১৯৩ সালে ) তাহার জ্যেষ্ঠপুত্ৰ বিপ্রচরণের জন্ম হয়। ' t বিপ্রচরণের জন্মের পর রাধানাথের অদৃষ্ট স্বপ্রসন্ন হইল। বালকের বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে রাধানাথেরও বিষয় বৃদ্ধি হইতে লাগিল। তিনি বহু সম্পত্তি ক্রয় করিয়া বীরভূম অঞ্চলে গণ্যমান্ত ও সন্ত্রান্ত জমিদার মধ্যে পরিগণিত হইলেন। , বাঙ্গালী ১২১০ সালে বিষয়-সম্পত্তি লইয়া তাহদের উভয় ভ্রাতার মধ্যে বিবাদ উপস্থিত - হইলে ইংরাজরাজের আদালতে চূড়ান্ত রচার ইইয়া জ্যেষ্ঠ ॥U• আন ও কনিষ্ঠ v• আন BBB S BB BBBB SLLLS BB B BB BBB BS BB BS BB BBBB BBBB হইল । সঙ্গে সঙ্গে বড় তরফের পসার প্রতিপত্তি দিন দিন বৃদ্ধি হইতে লাগিল । ১২৪১ সালে রাধানাথের মৃত্যু হয়। তিনিই বর্তমান হেতমপুর-রাজবংশের প্রতিষ্ঠাতা। ইনি মৃত্যুকালে প্রায় বিংশতি সহস্রাধিক মুদ্রা আয়ের সম্পত্তি রাখিয়া যান। হেতমপুরে তাহার অনেক সৎকাৰ্বির নিদশন বর্তমান । o রাধানাথের মৃত্যুর পর পুত্র বি প্রচরণ পেতৃকসম্পত্তির অধিকারী হন। তিনি রাজমগরাধিপতি কর্তৃক “হুজুর” উপাধিতে বিভূষিত হন। ইহার পর তিনি বহু আয়ের সম্পত্তি পত্তনি লষ্টয়া পৈতৃক সম্পত্তির আয় বহুগুণে বদ্ধিত করেন। এই সময়ে তাহার লক্ষাধিক টাকা আয় বৃদ্ধি হয় । ১২৬২ সালে বিখ্যাত সাওতাল বিদ্রোহের সময় डिनि গবর্ণমেণ্টের যথেষ্ট সাহায্য করেন। হেতমপুরে তাহারও অনেক কীৰ্ত্তি বৰ্ত্তমান । ... • বিপ্রচরণের পুত্র কৃষ্ণচন্দ্র বড় কৃষ্ণভক্ত ছিলেন। তিনি য'- - গ্রীকৃষ্ণে সমপর্ণ করিয়া নিষ্কামভাবে সংসারের কন্ম করিতেন । তিনিও • 'হ প্রতিষ্ঠা করেন। তাছার মৃত্যুর পর পুত্র রামরঞ্জন চক্রবর্তী ক্র দক্ষতাদি গুণে ক্রমে ক্রমে ‘রাজা’ ও ‘রাজা বাহাদুর’ উ- "মান