পাতা:বরেন্দ্র রন্ধন.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট—টেবিল নং ১।
২৫৭
সংখ্যা মশল্লাদি ফোড়নরূপে প্রয়োগ বাটনারূপে প্রয়োগ উপকরণরূপে প্রয়োগ মন্তব্য
২২ গুজরতী বা ছোট-এলাচী, দারুচিনি ও লবঙ্গ। (এক সাথে গরম-মশল্লা নামে অভিহিত।) একত্রে ফোড়নরূপে গুরুপক্ব সূপে (বিশেষতঃ বুট-সূপে) ও কালিয়াতে।

খিঁচুড়ীতে এবং পোলাওয়ে।

পূরীর পূর রন্ধনে। পায়স, হালুয়াদি রন্ধনে।

মোচা ও কোবি প্রভৃতির ঘণ্টে, কালিয়াতে। কারীতে ও কাবাবে।

ব্যঞ্জন নামাইয়া পশ্চাৎ তাহাতে গাওয়া ঘিয়ের সহিত একত্রে মিশাইতে হয়। পূরীর পূর-রন্ধনে।

ভাজিয়া গুঁড়া করিয়া কাসুন্দিতে দেয়।
২৩ বড় এলাচী কোন কোন মিষ্টান্নে ব্যবহার বিরল
২৪ জায়ফল এবং জৈত্রী ফাকী করিয়া পোলাওয়ে মিশান যায়। ঐভাবে হালুয়া পায়সাদিতেও দেওয়া যায়। পোলাওর আখনি-জলে দেওয়া যাইতে পারে।

এক প্রকার ‘বিড়ালীর’ দ্বারা আঁচড়াইয়া জায়ফলের গুঁড়া বাহির করিতে হয়।