পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

woo বিভূতি-রচনাবলী কিন্তু তাহার দ্বারা কোনো সাধই যে পূর্ণ হইবার নহে, সেই কথা খুলিয়া বলা হয় নাই। সে বন্ধুবান্ধবদের নিকট হইতে কাপড় জামা, চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া ও চেহারাটা মুত্র বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে । ইহাৱা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না ; কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন। তাহীর পিতামাতা ও ভাইবোনের সে-বাড়িতে স্থান যে বাড়ির চাকরবাকরের চেয়েও নিচু, তাহ। ইহার বাহির হইতে বুঝিতে পরিবে কি—বিশেষত, এই ধরনের সরল প্রকৃতির লোক এরা ! নানা দিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল। মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে। মেয়ে-জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাড়াইবে, সত্য বটে। সে এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও—তবুও সারাজীবনের অন্নসমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে, যদি সে কাহাকেও কিছু না ভাঙে, হয়তো ইহার কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়, হয়তো বিবাহ হইয়া যাইবে। কিন্তু সে কাজের পরিণাম ভালো নয়। ইহার পর স্ত্রী পর্যন্ত তাঁহাকে অশ্রদ্ধা করিবে । রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল। নবীন পল্লীপ্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে। সারা রাত সে ঘুমাইতে পারিল না। অভ্যস্ত সহজেই এ বাড়ি এই গ্রামের মাঠ, বন, তাহার আপনার হইতে পারে। কি করিবে সে ?. পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্ত প্রস্তুত হইল। কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্চাখ তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন—সুরেনের আপত্তি তিনি শুনিলেন না । বলিলেন—বাবাজী, ভারী তো খাওয়াবো, দুটাে মাছের ঝোল ভাত—তার জন্তে কি তোমার ট্রেন ফেল করবে। আমি। সব সকাল সকাল হয়ে যাবে এখন। গাড়ি ধরিয়ে দেবার ভার আমার ওপর । তুমি এখন থেকে আপনার জন হতে চললে, দুটাে না খাইয়ে কি ছেড়ে দিতে পারি ? খাওয়ার আয়োজন সকাল সকালই হইল। দুধ, মাছ, দই সব চাটুয্যে-বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে। তাহাদেরই পুকুরে শেষরাত্রে মাছের জন্ত জাল ফেলা হইয়াছিল। চাটুয্যেগিৰীও উপস্থিত ছিলেন, কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। ছেলেটিকে সত্যই তাহার ভাল লাগিয়াছিল। দেখিতে মুত্র, বুদ্ধিমান, অমায়িক-লেখাপড়া জানা তো বটেই। নিভাননীর অদৃষ্টে এখন এমন বর জুটিলে তো ! তেমন কপাল কি সে করিয়াছে। গরুর গাড়িতে উঠিবীর সময়ে তিনি পথে খাইবার জন্ধে গাড়িতে ডাব, পেঁপে ও আমি তুলিয়া দিলেন। বাড়ির একজন চাকর মুবেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে शांहेरर, टैिक हड्रेण ।