পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিযাত্রিক 8(fసి আমার এই দৃঢ় ধারণা, যে দেশভ্রমণ করেনি প্রকৃতিকে বিভিন্নরূপে দেখেনি, কোথাও বা মোহন, কোথাও বা বিরাট, কোথাও রুক্ষ ও বর্বর—তার শিক্ষা সম্পূর্ণ হতে অনেক বাকি। আমার সহযাত্রী এই সময় ঘুম থেকে উঠে আমায় বললেন—কোন স্টেশন গেল । আমি স্টেশনের নাম পড়িনি, তা জানালুম। তিনি উঠে বসলেন । বাইরের অরণ্যের চেহারা দেখে বললেন—ও, এবার বিলাসপুরের কাছাকাছি এসে পড়েচি, এ সব সম্বলপুরের झट्क्लन्छ्रे । —তাই নাকি ! আমি জানতুম না। চমৎকার দেখাচ্ছিল। —ঘুমোননি বুঝি ? বসে বসে দেখছিলেন নাকি ? —ন, এই ঝামুগুডা থেকে একটু অমনি— —আপনি নতুন আসচেন, আমি বহুবার দেখেচি এ সব। সেই টানেই তো আসি। —আপনারও খুব ভালো লাগে এসব—না ? —খুব। কালাহাণ্ডি ফরেস্টের নাম শুনেচেন ? আমার এক বন্ধুর সঙ্গে সেখানে শিকারে গিয়েচি—বড় ষ্টচ্ছে করে আবার যেতে। লোকটিকে এতক্ষণ ভালো চিনতে পারিনি। সন্ত্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। পিপাসা থাকলেই হল—না দেখলেও ক্ষতি নেই। পিপাসা আত্মার জিনিস—দেখাটা বহিরিঞ্জিয়ের। মনের বেদীতে হোমের আগুন না নিবে যায়। সাগ্নিক বেদজ্ঞ ব্রাহ্মণের মতো সে আগুন অতি যত্বে যে রক্ষা করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে, সে মৃত্যুকেও জয় করবে— কারণ তার চোখ ও মন তৈরী হয়ে গিয়েচে । তার আত্মীয় স্পর্শ লেগেচে বিরাটের, অনন্তের। আমার সহযাত্রী সোৎসাহে কালাহাণ্ডি ফরেস্টে শিকারের কাহিনী বলে যেতে লাগলেন। শুনতে শুনতে আমার কথন নিদ্রাবেশ হয়েচে জানিনে—হঠাৎ কতক্ষণ পরে যেন আমার কানে গেল কে বলচে–উঠুন, উঠুন, বিলাসপুর আসচে–জিনিস গুছিয়ে নিন—ও মশাই— তন্দ্রা ভেঙ্গে গেল। ট্রেনের বেগ কমিয়েচে, বন পাহাড় অদৃশু, অন্ধকার কখন মিলিয়ে গিয়ে বেশ দিনের আলো ফুটেচে। দূরে একটা স্টেশনের ডিস্ট্যান্ট সিগাল দেখা গেল। আমি জিনিসপত্র গুছিয়ে নিলাম, কারণ আমায় বিলাসপুরেই নামতে হবে। আকাশের দিকে চেয়ে দেখি ভয়ানক মেঘ করেচে, মন বড় দমে গেল মেঘ দেখে। আবার যদি বৃষ্টি শুরু হয় তবে এবারকারের বেড়ানোট মাটি করে দেবে। হলও তাই । বিলাসপুর রেলওয়ে রেস্তোরাতে বসে চা খাচ্চি—এমন সময় ভীষণ বৃষ্টি নামলো। সে বৃষ্টি থামবার কোনো লক্ষণ দেখলুম না ঘণ্ট-খানেকের মধ্যেও, অগত্য বুষ্টিতে ভিজতে ভিজস্তেই গিয়ে কাটুনি লাইনের ট্রেনে চড়লুম। আধঘণ্টা পরে ট্রেন ছেড়ে দিলে। দু’ধারে শালের বন আর অনুচ্চ পাহাড়। রেলের জানাল দিয়ে আকাশের দিকে চেয়ে BB BB KDD DBBB BBBBB BB BBB BBBB BBBBBS BBBBDSBBDD