পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఆశీ বিভূতি-রচনাবলী সত্যতা আছে। কাচা শালপাতা জড়ানো পিকা ছাড়া এদেশে বিদেশী চুরুট বা সিগারেটের চলন খুব কম। একজন আমার দিকে চেয়ে হিন্দিতে বললে, বাবু, কোথায় যাবেন । বাবা! এতক্ষণ পরে মানুষের সঙ্গে কথা বলে বাঁচলুম। প্রাণ হাপিয়ে উঠেছিল কথা না বলে। বললুম, দ্বারকেশ বাবে – সে বিস্ময়ের সঙ্গে আমার দিকে চেয়ে বললে, দ্বারকেশা । আপনি কোন গাড়িতে নেবেচেন ? কোথা থেকে আসচেন ? —সকালের গাড়িতে। কলকাতা থেকে আসচি— —তবে এতক্ষণ বসে আছেন যে ? সব খুলে বললাম। লোকটির চেহারা ও পরিচ্ছদ দেখে খুব উচ্চবর্ণের বলে মনে হয়নি, এই বরযাত্রীর দলের মধ্যে কেউই উচ্চবর্ণের নয় এই আমার ধারণা, কিন্তু লোকটি ভদ্র ও অমায়িক । সব শুনে সে বললে, আপনার তো বড় কষ্ট হয়েচে দেখচি, সারাদিন বসে এভাবে, খাওয়া-দাওয়া হয় নি বোধহয়। আপনি কি করবেন এখন ? —কি করবো, বুঝতে পারচিনে। —দারকেশার যাবেন কেন, সেখানে বড় বন, জংলী জায়গা— শুনে আমার আরও আগ্রহ বাড়লো দারকেশা দেখবার জন্তে । সে জায়গা না দেখে চলে স্বাবে এত দূর এসে ? ওকে বললাম, কোনো ব্যবস্থা হতে পারে সেখানে যাবার ? সে ওদের দলের দু-তিন জনকে ডেকে গোড় বুলি মিশ্ৰিত হিন্দীতে কি পরামর্শ করলে, তারপর আমার দিকে চেয়ে বললে, সব ঠিক হয়ে গেল। আমাদের দলে স্বারা এসেচে, তাদের মধ্যে তিনজন ডুলি নিয়ে ফিরে যাবে। আপনি ভুলি চেপে এখান থেকে নমাইল দূরে মানুসার বলে একটা গায়ে যাবেন। সেখানে রাত্রিটা থাকবেন। —কোথায় থাকবো ? ডাক-বাংলো আছে ? —সে ব্যবস্থা বলে দিচ্চি ডুলিওয়ালাদের। আপনি ওদের ডুলিভাড়া একটা দিয়ে দেবেন সেখানে গিয়ে । ওরা আপনাকে থাকবার জায়গা করে দেবে। —ভারপর আর বাকি পথ ? বত্রিশ মাইলের ন-মাইল হল মোটে। —আজ রাত তো সেখানে থাকুন। কাল সকালে উঠে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যবস্থাই ভালো। ফিরে যাওয়া বা এখানে স্টেশনের ওজনকলের মতো বসে থাকার চেয়ে এগিয়ে চলাই যুক্তি। ন’মাইল নমাইলই সই। লোকটিকে যথেষ্ট ধন্যবাদ দিয়ে আমি ভুলি চাপলাম। উচুনীচু পাহাড় পথ, ভোড় জল চলেচে রাস্তার পাশের নালা দিয়ে। শালগাছ সর্বত্র। অভিজ্ঞ পণ্ডিতেরা মধ্যপ্রদেশের এই অংশকে Deccantrap-এর অন্তভূক্ত বলেনির্দেশ করেচেন, শালবৃক্ষ এই অঞ্চলে সকলের চেয়ে বেশি জন্মায়। স্টেশন ছাড়িয়ে প্রথমটা দু ধীরে অনেক পাহাড় পড়লে, তারপর রাস্তা অনেকখানি নীচু