পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- .." রজনীর কথা । Yፃ কি বলিয়া আয়ন্ত কয়িব ? গোড়ার কথা কোনটা ? যখন "চারিদিকে আগুন জলিতেছে—আগে কোনদিক্ নিবাইব ? কিছুই বলা হইল না ! কথা পাড়িতেই পারিলাম না। কাল্লা আসিতে লাগিল । ভাগ্যক্রমে লবঙ্গ আপনিই প্রসঙ্গ তুলিল, “ কাণি—তোর বিয়ে হবে ।” আমি জলিয়া উঠিলাম। বলিলাম “ ছাই হবে।” লবঙ্গ বলিল, “ কেন, ছোট বাবু বিবাহ দেওয়াইবেনহবে না কেন ?” আরও জলিলাম । বলিলাম, “ কেন আমি তোমাদের কাছে কি দোষ করেছি ?” লবঙ্গও রাগিল। বলিল, '.. আঃ মলো ! তোর কি বিরের মন নাই ন! কি ?” আমি মাথা নাড়িয়া বলিলাম “ ন’ ।” লবঙ্গ আরও রাগিল, বলিল, “ পাপিষ্ঠ। কোথাকার । বিয়ে কর্বিনে কেন ?” আমি বলিলাম—“খুসি ” লবঙ্গের মনে বোধ হয় সন্দেহ হইল—আমি ভ্রষ্টা—নহিলে বিবাহে অসম্মত কেন ? সে বড় রাগ করির বলিল, “ আঃ মলো ! বের বলিতেছি—নহিলে খেঙরা মারিয়৷ বিদার করিব।” আমি উঠিলাম-আমার দুই অন্ধচক্ষে জল পড়িভেছিল— তাহা লবঙ্গকে দেখাইলাম না—ফিরিলাম। গৃহে যাইতে ছিলাম, সিঁড়িতে আসিয়া একটু ইতস্ততঃ করিতেছিলাম,—কই, তিরস্কারেয় কথা কিছুই ত বলা হয় নাই—অকস্মাৎ কাহার পদশব্দ শুনিলাম। অন্ধের শ্রবণশক্তি অনৈসর্গিক প্রখরত{ o \,.