পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s१ ष१् ।। ] . বৈশ্বাসমাজের পূর্বতন অবস্থা や》 তুখোগত, গৌড়িক, কাসমল, কম্বুক, ও চাক্রবালিক এই কয় প্রকার রৌপ্য ।” কলিঙ্গস্থালী ও মুদগবর্ণ ক৪ি-পাথরও পণ্যদ্রব্য মধ্যে গণ্য ছিল ।** পেীতবাধ্যক্ষকে নিক্তি দেখাইয়া লইতে হইত, তাহারই উপদেশে স্বর্ণরৌপ্যের ক্রয়বিক্রয় কার্য্য সম্পন্ন হইত। ৩৪ মৌর্য্যরাজ চন্দ্রগুপ্তের সমসাময়িক বিবরণ হইতে বেশ বোধ হইতেছে, এখন ভারতের যে যে স্থান যে যে দ্রব্যের জন্য প্রসিদ্ধ, অথবা কিছু দিন পূর্বেও ষে স্থান যে জিনিসের জন্য খ্যাত ছিল, সাড়ে বাইশশত বর্ষ পূর্বেও সেই সেই স্থান সেই সেই পণ্যের জন্য বাণিজ্যজগতে আদৃত হইত। তৎকালেও যে ভারতীয় জাৰ্য্য বণিকগণ বৈদিকযুগের স্থায় সমুদ্রের পর পারে গিয়া বাণিজ্য করিতেন,পারসমুদ্রক।” শব্দ দ্বারাই তাহা প্রতিপন্ন হইতেছে । অথচ ভারতবর্ষই যে সকল বাণিজ্যরত্নের আকর ছিল, তাহারও প্রমাণ পাওয়া যাইতেছে । সে সময়ে চীনদেশের সহিতও যে 'বাণিজ্যসম্বন্ধ ছিল, তাহ চাণক্যবর্ণিত চীনপট ও চীনাংশুক হইতেই অবগত হইতেছি । .. চীনের সহিত যে ভারতের সংস্রব তাহারও বহু পুর্ব হইতেই ছিল, তাহারও প্রমাণ পাওয়া গিয়াছে । অল্পদিন হইল, লাকুপেরি* নামে এক ফরাসী প্রত্নতত্ত্ববিৎ চীনের পুরাতত্ত্ব আলোচনা করিয়া দেখাইয়াছেন যে খৃষ্টপূর্ব সপ্তম শতাব্দীতেও ভারতীয় বণিকগণ চীনদেশে বাণিজ্য চালাইতেন । সেই দূর অতীত কালেও তাহারা চীনদেশে যথেষ্ট প্রভাববিস্তারে সমর্থ হইয়াছিলেন । এমন কি চীনদেশের বহুস্থানে তাহাদের উপনিবেশ প্রতিষ্ঠিত হইয়াছিল। ৭ সেই সুপ্রাচীন কালে র্তাহার ভারতীয় বাণিজ্যপণ্য সহ, এখানে যে মুদ্র প্রচলিত করিয়াছিলেম, তদ ষ্টেই চীনদেশে সর্বপ্রথম মুদ্রা প্রচলনের সূত্রপাত। উক্ত ফরাসী পণ্ডিত প্রভূত গবেষণা ও প্রগাঢ় অনুসন্ধান-ফলে প্রমাণ করিয়াছেন – কিয়াও-চে (Kia-tchou) উপসাগরের চতুঃপার্থে প্রায় ৬৮০ খৃষ্টপূর্বাদে চীনে ভারতীয় বণিক খৃঃ পুঃ ৮ম হইতে ১ম শতাৰ । (৩৩) তুখোগতং গৌড়িকং কাসমলং কযুকং চাক্ৰবালিকং চ রূপাম্। २०० भ्रः । (es) কালিঙ্গকস্থালী পাষাণে বা মুগবর্ণে নিকষশ্রেষ্ঠ । ն (৩৪) তুলা প্রতিমানংপেীতবাধ্যক্ষে বক্ষামঃ। তেনোপদেশেন রূপান্নবর্ণ रजांनाक्रीड

  • Professor Terrien De Lacouperie, Ph.D., Litt. D. , t Western Origin of the Early Chinese Civilisation, p. 89,