পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈশু-কাও । و ه ولا পাটলিপুত্র হইতে পাটলিপুত্রক’ নামেও পরিচিত ছিলেন, সেকথাও মেগস্থেনিসের বিবরণী উদ্ধত করিয়া দেখাইয়াছি। সম্রাটু অশোকের (শাহবাজগড়ীর ) ১৩শ শিলামুশাসনে ও ভারতীয় বিভিন্ন রাজস্যবর্গের প্রসঙ্গে তাহদের স্ব স্ব জনপদ নামই উক্ত হইয়াছে, এ অবস্থায় তাহার উক্ত ১৩শ অনুশাসনে যে পঞ্চ যেন বা যবনরাজের উল্লেখ আছে, উহার স্ব স্ব রাজধানী নামেই মৌর্য্যসম্রাটের নিকট পরিচিত্ত হইয়াছেম, বলিয়া মনে করি। এখন দেখা যাউক, উক্ত পঞ্চ রাজধানী কোথায় ?... . আলেকসান্দরের মৃত্যু ও তাহার উপাতি সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হইলে ৩০৭ খৃঃ পূর্বাদে তাছার সেনাপতিগণ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হইয়াছিলেন, সেই সেই স্থানে তঁহার রাঙ্গোপাধি গ্রহণ করেন। এই সময়ে অস্তিগোনস এলিয়া-মাইনরে নিজনামে "অস্তিগোনীয়' ( Antigonia), у ) भशहेजिc- ‘cistsing soff' ( Ptolemais Hermii ) গ্নকরর্ষ পরে সেলিউকস্ সিরীয়ায় নিজ পিতৃনামে "স্বন্তিওক রাজধানী প্রতিষ্ঠা করেন । এই সময়ে মকিদোন ( Makedon ) নামক গ্রায়ের প্রাচীন নগরীতে কাসন্দর ( Cassander ) ও আলেকসান্দরের প্রতিষ্ঠিত মিসরের সর্বপ্রধান বাণিজ্যকেন্দ্র আলেকসান্দরীয় ( Alexandria) তলেমি আধিপত্য করিতেছিলেন। বাস্তবিক ৩১৭ হইতে ৩০০ খৃঃ পূৰ্ব্বারা পর্যন্ত গ্ৰীক ( যবন ) সমাজের ইতিহাস জালোচনা করিলে মনে হইরে ভূতত্ত্ব সান্দরের সেনাপতিগণের মধ্যে পরস্পর প্রাধান্য লইয়া ঘোরতর সমরানল প্রজ্বলিত হইয় হল। পূর্বে যে সকল স্থানের উল্লেখ করিয়াছি, ঐ সকল হন নাই। বিশেষতঃ কোন দূরদেশে সংবাদ পাঠাইতে জযুক্ত দেশের রাজার কাছে” বা কেবল অমুক দেশে লোক রূপভাৰেই নির্দেশ করা হইয়া থাকে। সম্রাট অশোকও - নৃ সেই চোল, পাণ্ড্য, তাম্রপণী প্রভৃতি রাজ্যের উল্লেখ করিয়াছেন"স্থলে আমাদের বিশ্বাস, অনুশাসনে যে অস্তিওক ( Antioch), offo (Antigonia), gang (Ptolemais), or ( Makedon ), e wftwwws ( Alexandria) at te नॉ८मब्र छtझथ