পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 6 * বঙ্গের জাতীয় ইতিহাস { বৈগু-কী ও । স্যায় তাহার সেনানীবৃন্দও পারসিকরমণীর পাণিগ্রহণ করিয়াছিলেন। যবনসেনাপতির ঔরসে ঐ রূপ কোন পারসি কমহিলার গর্ভে যবনরাজ তুষাস্পের জন্ম । সেলিউকসের উপার্জিত এসিয়াস্থ গ্ৰীকসাম্রাজ্য বিধবস্ত হইলে কোন কোন গ্রীকরাজকুমার ভারতে আসিয়া সম্রাটু অশোকের আশ্রয় গ্রহণ করেন, যবনরাজ তুষাম্প তন্মধ্যে একজন। অশোকের অনুগ্রহে তিনি সুরাষ্ট্রের ক্ষত্রপ-পদ লাভ করিয়াছিলেন । . যাহা হউক, মৌর্য্যাধিপ ১ম চন্দ্র গুপ্ত, এবং তৎপৌত্র অশোক বা ২য় চন্দ্রগুপ্তের সমসাময়িক ঘটনাবলি আলোচনা করিয়া আমরা জানিতে পারিতেছি যে জৈনশাস্ত্রমতে ৩৭২খৃষ্ট পূর্বাব্দে ১ম চন্দ্রগুপ্তের অভিষেক এবং সিংহলের পালিমহাবংশ-মতে বুদ্ধনিৰ্ব্বণের ২১৮ বর্ষ পরে অর্থাৎ ৩২৪ খৃঃ পূর্বাদে অশোকের রাজ্যপ্রাপ্তি ঘটে অধিক সম্ভব, আলেক্সান্দরের ভারতপরিত্যাগ করিপার পরই অশোৰু পঞ্জাবের কোন পার্বত্যজনপদ অধিকার করিয়া রাজা হইয় বসেন। উৎপরবর্ষে পঞ্চাবে মকিদোনবীরের মৃত্যুসংবাদ পেছিবামাত্র যখন গ্রীকসেনাপতিগণ স্ব স্ব স্বাৰ্থ লইয়া ব্যস্ত হইয়া পড়িলেন, সেই স্বযোগে অশোক জাতীয় বিকেতন উড়াইয় দেশীয় সামন্তবর্গের সাহায্যে সমস্ত পঞ্চনমধিকারে সমর্থ হইয়াছিলেন । এই বিপুল শক্তির সাহায্যেই তিনি পাটলিপুত্রের সিংহাসন অধিকারে সুফলতালাভ করিয়াছিলেন। বর্তমান প্রত্নতত্ত্ববিদগণ অশোকের ৩৭ বর্ষ মাত্র রাজ্যকাল অৰধারণ করিয়াছেন। এরূপস্থলে ২৮৭ খৃঃ পূর্বাদে তাহার রাজ্যবান স্বীকার করিতে হয়। আশ্চর্য্যের বিষয়, অশোকের বানপ্রস্থ অবস্থtয় স্ববর্ণগ্নিস্ট্রি- হইতে বৃদ্ধ বৌদ্ধরূপে উtহার যে অমুশাসনলিপি প্রচারিত হইয়াছে, তাছাড়ে ২৫৬ অঙ্ক দৃষ্ট হয়। এই অঙ্ককে বুদ্ধনির্বাণাব্দী ও র্তাহার

  • Journeggt;the Royal Asiatic Society of Great Britain and

দি ফ্লিট্‌ সাহেবও সম্প্রতি ২৫৬ বুদ্ধনিৰ্ব্বাণাব্দ ও উক্ত লিপিকে ব্যৱস্থিত পরবী লিখি বুলিয়াই প্রমাণ করিতে যত্নবান হইয়াছেন। ງູ 1910, p 1308 ) fits s stra প্রাচীন বৌদ্ধগ্রন্থ এবং * క్షే গুঞ্জশ্লিষ্ট প্রাচীন শিলালিপি অনুসারে ৫৪৩ খৃঃ BBBB BBBBBSBB BBttBtttggg BBBBBBtt DD DDDD DDD ৮৬ বর্য বাদ দিয়৷ ৪৭৭ খৃঃ পূৰ্ব্বাঙ্গে যুদ্ধনিৰ্ব্বাণ স্থির করিয়াছেন। এদিকে সকলেই Ireland, for i :