পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»न ऊ१* । ] বৈশ্বাসমাজের অভু্যদয় > Sq বিচার, যজ্ঞ, পূজা, যুদ্ধ কি মৃগয়া বা উৎসব ব্যতীত প্রায় কখনই তিনি সাধারণের নয়নগোচর হইতেন না। তবে বিচার উপলক্ষে প্রায় প্রত্যহই তাহাকে একবার, কুরিয়া প্রকৃতিপুঞ্জের সম্মুখে বাহির হইতে হইত। তখন তিনি নিজে অভিযোগ শ্রবণ ও বিচার করিতেন। বিচার করিবার সময় তখনকার রাজাদিগের গাত্রমর্দনের স্বখানুভব করিবার একটা প্রথা ছিল। সেই প্রথানুযায়ী অভিযোগ শ্রবণ ও মীমাংস করিবার সময় চারিজন ভূত্য আবলুস কাষ্ঠের চারিটি দণ্ড লই সম্রাটের দেহমর্দন করিতে থাকিত। জন্মদিনে সম্রাট যথারীঞ্জি হইতেন ; এই সময়ে রাজ্যের গণ্যমান্তব্যক্তিরা তাহাকে বহুমূল্য উপটৌকন প্রদান করিতেন এবং একটা মহোৎসবেরও অনুষ্ঠান হইত। ಕ್ಲ এভ ঐশ্বৰ্য্য এবং বিলাগিতার মধ্যে থাকিয়াও সম্রাটের মনে শাস্তিন্থখ ছিল न। " তাহাকে হত্যা করিবার জন্য কতই ষড়যন্ত্রের সংঘটন হইত। কখন কি হয় এই ভয়ে দিবসে কখনও তিনি নিদ্রাস্তুখ ভোগ করিতে * ..., পারিতেন না এবং একঘরে কখনও উপধুপিরি দুই রজনী যাপন করিতেন না। মুদ্রারাক্ষসনাটকে চন্দ্রগুপ্তকে হত্যা করিবার জন্য দুইটি বড়যন্ত্রের উল্লেখ দেখিতে পাওয়া যায় । একদল তঁt বিনাশ করিবার চেষ্টায় ছিল ; অপর দল বহুদূর হইতে স্ট্র পৰ্য্যন্ত মুড়ঙ্গ খনন করিয়৷ সেই সুড়ঙ্গে লুকাইয়াছিল। " স্বস্থিত একটি প্রমোদ উদ্যানের মধ্যস্থলে রাজপ্রাসা প্রধানঃ দারুময় হইলেও ইহার সৌন্দর্য ও ঐশ্বর্ঘ্যের নিকট মুসার এ কিবাস্তনের ` ရွှံ'ို ..... রাজপ্রাসাদ দুইটিকেও পরাজয় श्रीकांद्र कुँड হ হয়;"" ) ছিল। স্তম্ভগুলি নানা চিত্রবিচিত্রে স্বৰীঃত ; স্বর্ণবিনিৰ্ম্মিত দ্রাক্ষালতার স্তম্ভগুলি পরিবেষ্টিত। তাহার উপরে রজত্মঃী আসিয়া ফললোভে উড়িয়া পড়িয়ছে। প্রাসাদের চতুর্দিকে - সমাকীর্ণ পুষ্করিণী ও চিত্রবিচিত্র পত্রপুষ্পশোভিত তরুরাঞ্জি দরবার-গৃহটি ঐশ্বর্য ও বিলাসিভার লীলাভূমি ! রাজার আচার-ব্যবহার ষড়যন্ত্র १अथ? ! ੇ পান-পাত্র এবং - - বিচিত্রোঙ্গল বুটাদার বসন ও গাত্রাবরণ দেখিয়া চক্ষু যেন কলদিয়া যাইত। বিশেষ