পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\b- বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈগু-কাও ৷ উপনীত হইতে পারেন নাই। তবে ইহা এক প্রকার স্থির হইয়াছে যে অশোকের সিংহাসনে অধিরোহণের প্রায় ৩৭ বৎসর পরে অর্থাৎ খৃঃ পূঃ ২৮৮ কি ২৮৭ অব্দে এই লিপিগুলি প্রচারিত হইয়াছিল। ভাত্র অসুশাসন অশোকের জীবনের শেষভাগে তাহার বৈরাগ্য অবলম্বন করিবার পরে প্রচারিত হইয়াছিল বলিয়া বোধ হয়। ইহাতে সম্রাট, বৌদ্ধ ভিক্ষণ ও গৃহস্থদিগকে সম্বোধন করিয়া বৌদ্ধ ধৰ্ম্মগ্রন্থের যে সাতটি স্থান তাহার নিকট পরমচিত্তাকর্ষক বলিয়া বোধ হইয়াছিল, সেই সাতটি স্থানের দিকে তাহাদিগের नृछेि আকর্ষণ করিয়াছিলেন । কিন্তু তাহার পরেই আবার এই টুকু যোগ করিয়াছেন যে, মহাত্ম বুদ্ধ যাহা কিছু বলিয়া গিয়াছেন, সে সকলই উত্তম ও সারদত্য । কেবল মেগস্থেনিস বলিয়া নয়, মৌর্য্যসম্রাটের সময় গ্রীকৃরাজগণ, সময়ে সময়ে দূত পঠাইয় পরস্পর সংবাদ লইতেন, তাহারও সন্ধান পাওয়া গিয়াছে। অন্তিও কপতি সেলিউকস্ পরবত্তী কালে পাটলিপুত্র-রাজ-সভায় দেমেকস্কে (Deimachos) পাঠাইয় ছিলেন, এই রাজদূতও মেগে- স্থেনিসের স্যায় মৌর্য্যসাম্রাজ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়াছিলেন । দুঃখের বিষয় তাহার অধিকাংশ এক্ষণে বিলুপ্ত হইয়াছে। তৎপরে finărifs stafa-fēzittweisH ( Ptolemy Philadelphos) củấs-sistą দিওনিসিঅস্ (Dionysios)কে দূতরূপে পঠাইয়া ছিলেন। এই দূতও পূর্ববৰ্ত্তী রাজদূতগণের ন্যায় তাহার অনুসন্ধানের ফল লিপিবদ্ধ করিয়াছিলেন । তাহার লিখিত বিবরণী খৃষ্টীয় প্রথম শতাব্দীর প্রারম্ভে প্রসিদ্ধ ঐতিহাসিক প্লিনির হস্তগত হইয়াছিল । যাবনরাজগণ যেরূপ পুনঃপুনঃ দূত পঠাইয়া মৌর্য্যরাজের সহিত সম্বন্ধরক্ষা করিয়াছিলেন ; সম্রাট অশোকও সেইরূপ সুদূর গ্রীস, বাবিলন এবং মিসরে দূত বা ধৰ্ম্মপ্রচারক পাঠাইয় সখ্যত বুজায় রাখিয়ছিলেন। কেবল তাহার অনুশাসনলিপি বলিয়া নয়, সিংহলের পালি বৌদ্ধ ইতিহাস হইতেও আমরা অশোক কর্তৃক যবনরাজ্যসমূহে দূতপ্রেরণের সংবাদ পাইয়াছি। বাস্তবিক ইদানীন্তনকালে অশোকের মত বিচক্ষণ ও সর্বসমদৰ্শী সমাটু ভারতবর্ষে আর জন্মগ্রহণ করেন নাই। কোন কোন ঐতিহাসিক এই মহাত্মকে আলেক, সান্দর, আর্থার বা সালেমেনের সহিত তুলনা করিয়া থাকেন, কিন্তু একাধারে এই মৌর্য্যসম্রাটে উপরোক্ত তিন মহাত্মারই গুণাবলীর একত্র সমাবেশ দেখা যায় । বরং শেষ জীবনে তিনি যেরূপ ত্যাগ ও বৈরাগ্য ধৰ্ম্মের উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইয় গ্ৰীক্-রাজদূত