পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

° 8\: বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈগু-কাণ্ড । ংশই মগধ ও তৎসমীপবর্তী প্রদেশের উপর পূর্ণচন্দ্রের স্বায় বিরাজ করিতে ছিলেন। ীেন্ধধৰ্ম্মর প্রথম যুগে, এই লিচ্ছৰিদিগের কথা শুনা গিয়াছিল ; কিন্তু অজাতশত্রুর পরে প্রায় হাটশতাব্দী পর্যাপ্ত 'ইতিহাস ইহাদিগের সম্বন্ধে এক প্রকার নীরব । কেবল এই টুকু জানা গিয়াছে যে ইহারা নেপালে যাইয় একটি নূতন রাজবংশের প্রতিষ্ঠা এবং ( ১১০ খৃষ্টাব্দ) একটি নূতন সংবৎ প্ৰবৰ্ত্তন করিয়াছিলেন । চতুর্থ শতাব্দীর প্রথম ভাগে ইহাদিগের রাজ্য নেপাল হইতে মগধ পৰ্য্যন্ত বিস্তৃত ছিল বলিয়া বোধ হয় । সম্ভব : মগধে একজন রাজপ্রতিনিধি বাস করিতেন । প্রথমে চন্দ্রগুপ্ত তাহাকে পরাজয় করিয়া পরে তাহীদের শাসনকেন্দ্ৰ মেপাল জয় করেন । শুভলগ্নে, মহেন্দ্র ক্ষণে চন্দ্রগুপ্তের সঙ্গে কুমারদেবীর বিবাহ হইয়াছিল এবং এই বিবাহের ফলে চন্দ্রগুপ্তও প্রভূত ক্ষমতা ও প্রতিপত্তি লাভ করিয়াছিলেন । পিতৃরাজ্যে কুমারদেবীর যথেষ্ট প্রতিপত্তি ছিল ; তাই চন্দ্রগুপ্ত নিজের নাম, পত্নীর নাম ও শ্বশুরকুলের নাম একত্র করিয়া সেই মিলিত নামে মুদ্র প্রচার করিতে আরম্ভ করেন। চন্দ্রগুপ্তের একাধিক মহিষী ও একাধিক পুত্র ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি কুমারদেবীর গর্ভজ যুবরাজ সমুত্র গুগুকেই আপনার উত্তরাধিকারী বলিয়া নির্বাচন করেন। সমুদ্রগুপ্ত সমরপরিচালনার সুদক্ষ এবং শাস্তিসংস্থাপনে এমনই পরিপক্ক ছিলেন যে, ভারতবর্ষের স্মরণীয় রাজস্য বর্গের মধ্যে তাহার আসন অতি উচ্চে সংস্থাপিত রহিয়াছে। তাছার শৌর্য বীর্ম্য রণকৌশল অসামান্য ছিল । সিংহাসন আরোহণ করিয়াই তিনি পার্শ্ববৰ্ত্ত নৃপতিবর্গের রাজ্যের দিকে লোলুপ দৃষ্টিপাত করিলেন, যুদ্ধেই তাছার আনন্দ ছিল ; জয়াকাঙক্ষায় তাহার পরিতৃপ্তি ছিলম । ভাই র্তাহার স্বদীর্ঘ রাজত্বকালের বহু অংশ রাজ্যবিস্তারেই ব্যয়িত হইয়াছিল। তাহার রাজ্যজয়ের ইতিহাস যাহাঁতে সুসংরক্ষিত হয়, সে বিষয়েও তিনি বিশেষ যত্নবান ছিলেন । i হিন্দুধৰ্ম্মে উহার প্রগাঢ় আস্থা এবং ব্রাহ্মণলভ্য বিছায় তাহার অসামান্য অধিকার ছিল। তাই ধৰ্ম্মের গোড়ামিও র্তাহার হৃদয়ে বিশেষ আধিপত্য বিস্তার করিয়াছিল। বৌদ্ধ অশোকের প্রতি তাহার তেমন শ্রদ্ধা ছিল না ; ভাই যে অশোক ধর্মের জয়কেই প্রধান জয় বলিয়া মনে করিতেন, তিনি র্তাহার শিলামুশাসনস্তস্তুেই একজন স্থপণ্ডিত কৰি দ্বারা আপনার বিজয়কাহিনী লিপিবদ্ধ করিতে কিছুমাত্র সঙ্কোচ বোধ করেন নাই ।