পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ। বৈশ্য-সাম্রাজ্য Σ Φ Σ. অনুরূপ প্রভূত সুবর্ণমুদ্র প্রস্তুত ও প্রচারিত হইয়াছিল। তাহার সেই অশ্বমেধমুদ্র এখনও পরিলক্ষিত হয় । সমুদ্রগুপ্ত যে কেবল অসাধারণ বীর, যোদ্ধা ও রাজনৈতিক ছিলেন তাহা নহে, কাব্য এ সং সঙ্গীতের আলোচনায়ও তাহার বিশেষ অনুরাগ ছিল । তাছার সভায় বহু সঙ্গীতজ্ঞ এবং কাব্যামোদী ব্যক্তিগণ সৰ্ব্বদাই উপস্থিত থাকিতেন । ধৰ্ম্মশাস্ত্রের অধ্যয়ন এবং আলোচনায় ও তাহার বিশেষ আগ্রহ ছিল.। অনেক সময়ে রাজসভায় বসিয়া তিনি ত্রাগণপণ্ডিতগণের সঙ্গে ধৰ্ম্মসম্বন্ধে তর্কবতর্ক করিতেন। শিলালিপি হইতে জানা যায় যে কবিরূপেও তাছার স্থান অনেক উচ্চে ছিল। ইহ তাসম্ভব নহে যে, স্তলক কবি তাহার যে চিত্র অঙ্কিত করিয়াছেন, তাহ অনেক স্থলেই অতিরঞ্জিত । কিন্তু তাই হইলেও তিনি যে একজন অসাধারণ পুরুষ ছিলেন সে বিষয়ে কোনই সন্দেহ থাকিতে পারে না । ইtহার সঙ্গীতচর্চার প্রমাণস্বরূপ কয়েকটি সুবর্ণমুদ্রা ও আবিষ্কৃত হইয়াছে। এই মুদ্রার উপর উtহার বীণাপাণি মুষ্ঠি অঙ্কিত হইয়াছিল । কোন কোন পাশ্চাত্য ঐতিহাসিক ভঁাহাকে "ভারতীয় নেপোলিয়ান বলিতেও কুষ্ঠিত হন নাই । তাহার মৃত্যুর বৎসর ঠিক জানা যায় নাই। তবে তিনি যে প্রায় অৰ্দ্ধশতাব্দী পর্যন্ত রাজত্ব করিয়া পরিপক্ক বয়সে মৃত্যুমুথে পতিত হইয়াছিলেন, ইহা এক প্রকার নিশ্চিত । সংসার হইতে বিদায় লইবার পূর্বের্ণ তিনি মহিষী দত্তদেবীর গর্ভজাত পুত্রকে সিংহাসন প্রদান করিয়া যান । পিতামহের নামানুসারে সেই পুত্রের নাম ‘চন্দ্রগুপ্ত রাখা হইয়াছিল। এই ২য় BBBKg BBBBB BBB BDD SBBBBBS BBB BBB BDDDLLSBBS তদীয় ইতিহাস জালোচনা করিলে তাহার এই নামপরিগ্রহ সার্থক হইয়াছিল ৰলিয়াই মনে হয় । অনেকে অনুমান করেন যে ৩৭৫ খৃঃ অব্দের পূর্বে কি পরে সমুদ্রগুপ্তের মৃত্যু হইয়াছিল এবং অব্যবহিত পরেই ২য় চন্দ্রগুপ্ত রাজদণ্ড ধারণ করেন। ২য় চন্দ্র গুপ্ত যে কেবল পিতৃ-সিংহাসনেরই অধিকারী হইয়াছিলেন ভাহা নহে ; পিতার শৌর্য বীর্য এবং যুদ্ধপ্রিয়তারও উত্তরাধিকারী হইয়াছিলেন । সিংহাসনে আরোহণ করিয়াই তিনি রাজ্যৰ স্তারের উদ্যোগ করিলেন । দক্ষিণাত্যের দিকে একেবারেই দৃষ্টিপাত না করিয়া তিনি পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমের দিকে অগ্রসর হইতে লাগিলেন । দিল্লীর বিখ্যান্ত লৌহম্ভস্তে 53