পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qb" ৰঙ্গের জাতীয় ইতিহাস [ ४वड-कte । আছে যে, রাজা স্কলাগুপ্তের শাসন সময়ে দেশে বিশেষ শান্তি ও শৃঙ্খলা ছিল এবং তাহার ক্ষমতা সমস্ত পূর্ব ও পশ্চিম ভারতবর্ষ ব্যাপিয়া বিস্তৃত ছিল। এই স্তস্তের নিৰ্ম্মাণকাল ৪৬৯ খৃঃ আবা বলিয়া নিৰ্দ্ধারিত হইয়াছে। ইহার-পাঁচবৎসর পরে গঙ্গা ও যমুনার মধ্যবৰ্ত্তী স্থানের ( বুলন্দসহরের ) জনৈক ব্রাহ্মণ সূৰ্য্যদেবের নামে একটি মন্দির উৎসর্গ করিবার সময় রাজার নামও উল্লেখ করিয়াছিলেন । এই মন্দিরের লিপি হইতে জানা যায় যে স্কন্দ গুপ্তের রাজ্য মধ্যভারতে ক্রমশঃই বিস্তৃত ও সুপ্রতিষ্ঠি গু হইতেছিল । ৪৬৫ খৃঃ অকেদর সমকালে হুণের আসিয়া আবার ভারতবর্ষে প্রবেশ করে । স্বংযুদ্ৰ নামক একজন চীনপরিত্রাজক ৫২০ খৃঃ অব্দে ভারতবর্ষে আগমন করেন। তাহার লিখিত বিবরণ হইতে জানা যায়, যে ভারতবর্ষে প্রবেশ করিয়াই হুণের পঞ্জাবের উত্তরপশ্চিম সীমাস্তবত্তী গান্ধারাধিপতি কুষানুবংশীয় রাজাকে. পরাজিত এবং ঐ স্থালে ভয়ানক পাশবিক অত্যাচারের অসুষ্ঠান করে। ইহার পরে ক্রমশঃ তাহার মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হইতে থাকে এবং ৪৭০ খৃষ্টাব্দের সমকালে স্বন্দগুপ্তের রাজ্যের দ্বারদেশে আসিয়া মাঘাত করে । এখন আর র্তাহার দেহে যৌবনের সে বল, ও হৃদয়ে পূর্ববং সে উৎসাহ নাই । এবার আর তিনি হুণদিগের অত্যাচার ও লুণ্ঠন প্রতিরোধ বরিতে সমর্থ হইলেন না দেহাদিগের উপদ্রবে তাছার বিস্তীণ সাম্রাজ্য হতশ্ৰী ও অশান্তিপূর্ণ হইয় পড়িল । হুণদিগের সঙ্গে যুদ্ধের ব্যয়নির্ববাহাৰ্থ তাহাকে যে বিশেষ বেগ পাইতে হইয়াছিল, তাহারও প্রমাণ পাওয়া গিয়াছে। তাহার রাজত্বের প্রথম ভাগে যে সকল স্ববর্ণমুদ্রা পাওয়া গিয়ছে, তাহা গুরুত্বে ও সৌন্দর্ঘ্যে পূর্ব প্রচলিত মুদ্রারই অমুরূপ, কিন্তু শেষভাগের মুদ্রগুলিতে ই পূর্ণের ভাগ ১০৮ হইতে ৭৩ গ্রেণে নামিয় আলিয়াছিল। শেষোক্ত যুদ্রার গঠনেই সৌন্দর্ঘ্যের বিশেষ অভাব আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মত ইনিও বিক্রমাদিত্য উপাধিগ্রহণ করিয়াছিলেন। বস্থবৰুর জীবনচরিত্তপ্রণেতা পরমার্থ এবং চীনপরিব্রাজক হিউ-এনসিয়ং উভয়েই র্তাহাকে ৰিক্ৰমাদিত্য বলিয়া উল্লেখ করিয়াছেন। উভয়ের বিবরণী হইতে জানা যায় যে, স্কন্দগুপ্তের সময়ে রাজধানী একেবারেই অযোধ্যায় স্থানান্তরিত হইয়াছিল। পরমার্থ ॐं কু মবোধ্যার এবং হিএন্‌সিয়ং উহাকে শ্রাবস্তীর (অযোধ্য। kBBB BBBBBBBS BB BBBB BBB BBt ttttttt ttttS লিথিয়াছেন যে, প্রথমে সংখ্যদর্শনের প্রতি বিশেষ অনুরক্ত হইলেও পেশাবরের।