পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈশু কওঁ । وان هج भक्षांकत्रेि বিহল৭ তাহাকে উপলক্ষ করিয়া “বিক্রমাঙ্কদেবচরিত্র” নামক কাৰ্য রচনা করেন । চোলরাজ কন্যার সহিত র্তাহার বিবাহ হইয়াছিল। যে সময়ে তিনি তুঙ্গভদ্রানদীতীরে শিবিরে অবস্থান করিতেছিলেন, সেই সময়ে তাহার শ্বশুরের মৃত্যুসংবাদ তাহার কর্ণগোচর হয়। তিনি অবিলম্বে সসৈন্যে কাঞ্চীপুরাভিমুখে যাত্রা করিলেন। এখানে দারুণ বিদ্রোহীদিগকে দমন করিয়া প্রকৃত উত্তরাধিকারীকে কাঞ্চীপুরের সিংহাসনে অভিষিক্ত করিলেন, তৎপরে তিনি গঙ্গৈকোণ্ডচোলপুর আক্রমণ করেন। অনর্তিকাল পরেই তিনি শুনিলেন যে, তাহার শ্বালক বিদ্রোহীদিগের হস্তে নিহত হইয়াছেন এবং বেঙ্গিরাজ রাজিগ ( রাজেন্দ্র কুলাজুদ চোড়দেব ১ম) কাঞ্চীপুর অধিকার করিয়াছেন। তিনি অবিলম্বে রাজিগের বিরুদ্ধে সৈন্ত চালনা করিলেন। রাজিগ ( রাজেন্দ্রচেtড় ) বিক্রমাদিত্যের ভ্রাতা চালুক্যরাজ ২য় সোমেশ্বরকে সাহায্যাৰ্থ আহবান করিলেন। বিক্রমাদিত্য সোমেশ্বর ও রাজিগ উভয়কেই পরাস্ত করিলেন। রাজিগ পলাইয়। রক্ষা পাইলেন, কিন্তু সোমেশ্বর বন্দী হইলেন । এইবার বিক্রমাদিত্য সিংহাসনে অভিষিক্ত হইয়। দাক্ষিণাত্যের সার্বভৌম নৃপতি বলিয়া আপনাকে ঘোষণা করিলেন। ( বিক্রমাঙ্কচরিত ) কাদম্বরাজ জয়কেশী তাহার একজন প্রধান সামন্ত । ছিলেন ॥৩৮ তাহার রাজ্যারোহণ হইতেই তিনি “চালুক্যবিক্রমবর্ষ” নামে এক নব অব্দ প্রচলন করিলেন । ৯৯৭ শকে:ফাল্গুন মাসের শুক্লাপঞ্চমী হইতে এই অব্দের আরস্তু । শত শত তাম্রশাসনে এই মহালীরের প্রতাপ ও মহিমা ঘোষিত হইয়াছে । কদম্বরাজগণ র্তাহার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তিনি প্রীত হইয়া কাদম্বরাজকে অাপন কস্যা সম্প্রদান করেন । কহল৭ রাজতরঙ্গিণীতে প্রকাশ করিয়াছেন— ‘কণাটপতি পমণ্ডি (বিক্রমাদিত্যের ) চন্দলানামী সুন্দরীর আলেখ্যদর্শনে কাশ্মীরপতি হর্ষ নিতান্ত কামোন্মত্ত হইয়া পড়িয়া ছিলেন ॥৩৯ বিক্রমাদিত্যের (૭) “ठउ: यांझन्नङ्क९ प्लेशन् জয়কেশী মহীপতিঃ । চালুক্যচোলভূপালোঁ কাঞ্চ্যাং মিত্রে বিধায় যঃ ॥ बांड: वैजब्रष्कनैडि कटेब्रब्रांममाग्रन् छ१९ ।। যশ্চলুক্যং নিজে রাজ্যে স্থাপয়ন বিজিত্tলুপঃ ” (లిసి) “কর্ণাটভর্তু পমাগুেঃ সুন্দরী:চন্দলাভিধাং । আলেখালিখিতাং বীক্ষ্য লোহভূং পুষ্পায়ুধক্ষতঃ ॥