পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&eb" বঙ্গের জাতীয় ইতিহাস [ :૧છ-ક્ષા છે ! হন । এই সময় হইতেই চালুক্যগৌরবরবি হীনপ্রভ হইতে আরম্ভ হয় । চেদি ও গণপতি রাজগণ চালুক্যরাজের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করেন । বিস্তীর্ণ চালুক্যরাজ্য এক এক করিয়৷ বিপক্ষের কর কবলিত হইতে লাগিল । অনেক কষ্টে ভূলোকমল্ল ১০৬০ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজ্যলক্ষনী রক্ষা করেন । প্রসিদ্ধ কবি সোমেশ্বর হার সভায় বিরাজ করিতেন । সোমেশ্বরের মানসোল্লাস হইতে তাঙ্গার পরিচয় পাইয়াছি ॥৪২ তৎপরে তাহার ভ্রাত জগদে কমল্ল (২য়) জয় কর্ণ সিংহাসণে আরোহণ করেন । রাজ। জয়কর্ণ বড় ধাৰ্ম্মিক ছিলেন, নানাস্থানে ইনি দেব ও দেবমন্দির প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন । তৎপরে ভূলোক্যমল্লের পুত্র তৈল (৩য়) বা ত্ৰৈলোকমল্ল ১০৭২ শকে সিংহাসনে অভিষিক্ত হন । অনমকোণ্ডের শিলালিপি আলোচনা করিলে মনে হইবে যে ১৯৮৪ শকের মাঘ ত্রয়োদশীর কিছু পূর্বে তাহার মৃত্যু হইয়াছিল ও তৎপুত্র বীরসোমেশ্বর ৪র্থ আবার চালুক্যরাজ্য শ্রী কিছুদিনের জন্য গৌরবান্বিত করিয়াছিলেন । র্তাহার রাজত্বকালে অর্থাৎ ১১১১ শক পর্য্যন্ত চালুক্যগৌরব অক্ষুণ্ণ ভূতৃত্ব শপরায়ণঃ পৃথুযশ গাম্ভীৰ্য্যরত্নাকর: শ্ৰীপেমণ্ডিনৃপঃ পয়োনিধিীনতঃ সোমানুজাং কন্ত কাং ধন্মৈ বিস্ময়কারিভূরিবিভবৈদ ত্বেভকোশাদিভিঃ খ্যাত শ্ৰীপতয়ে সমৈমলমহাদেবীং কৃতার্থেইভ৭ৎ ।” (s२) *একপঞ্চাদশপিকে সংশ্রে শরদীগতে । একস্ত সোমভূপালে সতি চালুক্যম গুনে ॥ সমুদ্ররসনামুবীং শাসতি ক্ষ৩iবদ্বিষি । সৰ্ব্বশাস্ত্রার্থসৰ্ব্বস্ত পাথোহধি কলশোদ্ভবে ॥ সৌম্যসম্বৎসরে চৈত্রমাসাদে শুক্রবাসরে । পরিশোধিতসিদ্ধান্তলন্ধঃস্থ্যঞ্জ বক ইমে ॥ ইতি শ্ৰীমহারাজাধিরাজ সত্যাশ্রয়কুলতিলকচালুক্যাভরণক্রমভূলোকময়হীসোমেশ্বরদেৰ ধিরচিতে অভিলর্ষিতাৰ্থচিন্তামণেী মানসোল্লাসে ॥” (so) “ঘাতোৎপি তৈলপনৃপে দিবমস্ত ভীত্ব সৰ্ব্বাতিসার কবলীকৃতগাত্রযন্ঠেী । ঐরদ্রদেবনূপতে: পৃথুবিক্রমস্ত ভীমেইপি রাজ্যপদীং ক্ষণিকাং স লেন্তে ॥”