পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] বৈশ্ব-সাম্রাজ্য R > ඵ তৎপরে মঙ্গিযুবরাজের জ্যেষ্ঠপুত্র ২য় জয়সিংহ ৬১৯ হইতে ৬৩২ শক পর্য্যস্ত ১৩ বর্ষ রাজ্যভোগ করেন। তৎপরে ২য় জয়সিংহের বৈমাত্রেয় ভ্রাতা কোকিলি ৬ মাস পর্য্যগুয়াৰি করেন। ... "... কোঙ্কিলির পর তাহার জ্যেষ্ঠ ভ্রাত ৩য় বিষ্ণুবৰ্দ্ধন তাহাে ৬৩২ হইতে ৬৬৯ শক পৰ্য্যন্ত ৩৭ বর্ষ রাজ্যশাসন করেন। . তৎপরে ৩য় বিষ্ণুবৰ্দ্ধনের পুত্র বিজয়াদিত্য ভট্টারক ৬৬৯ হইতে ৬৮৭ শক পৰ্য্যন্ত ১৮ বৎসর রাজ্যভোগ করেন, ইহার বিক্রমরাম ও বিজয়সিদ্ধি এই দুইটা বিরুদ ছিল । বিজয়াদিত্যের পুত্রের নাম বিষ্ণুরাম বা ৪র্থ বিষ্ণুবৰ্দ্ধন । ইনি ৬৮৭ শক হইতে ৭২২ শক পর্য্যন্ত ৩৬ বর্ষ রাজত্ব করেন। தி: তৎপরে তাহার বীরপুত্র বিজয়াদিত্য রাজত্ব করেন। বিজয়াদিত্য নরেন্দ্রন্থগরাজ ৭২২ হইভে ৭৬৬ শক পৰ্য্যস্ত ৪৪ বর্ষ রাজত্ৰ ভোগ করেন। ইহাঙ্ক প্রথমাবস্থার তাম্রশাসনাদি উৎকীর্ণ হইবার সময়ে ইনি যুবরাজপদে অভিষিক্ত ছিলেন। ইহাতে কেহ কেহ অনুমান করেন, যে ইনি ৪ বর্ষ যৌবরাজ্যে ও ৪০ বর্ষ রাজপদ ভোগ করেন। ইনি চালুক্য-অৰ্জ্জুন ও সমস্তভুবনাশ্রয় নামে আত্মপরিচয় দিয়াছেন। নানা স্বান হইতে ইহার তাম্রশাসন পাওয়া গিয়াছে। তৎপাঠে জার্মধায়—ইনি গঙ্গবংশ-ধ্বংসের অনলস্বরূপ ও নাগাধিপবিজেতা । ইনি দ্বাদশবর্ষবাদী দিবারাত্র সংগ্রামে গঙ্গ ও রটসৈন্যের সহিত শতাষ্টবার যুদ্ধ করিয়া শতষ্টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। ইহার এক তাম্রশাসনে হৈহয়বংশীয় রুদ্র নৃপতি ইহার ভ্রাতা বলিয়া পরিচিত হইয়াছেন। তৎপুত্র মহারাজ কলি-বিষ্ণুৰন্ধনীৰ ৫ম বিষ্ণুযর্ধন । ইনি ১৮ মাস রাজত্ব করেন । 芝 রাজ্যচ্যুত করিয়া ( 3 ) *গঙ্গকুলকালানলন্ত কলিকালমৰভঞ্জনন্ত চালুক্যাঙ্গুননামধেয়ন্ত ।” ( s ) “তরুননো বিষ্ণুবৰ্দ্ধনঃ বট ত্রিংশদান। তৎপুত্র – . গঙ্গরট্রবলৈঃ সাৰ্দ্ধং দ্বাদশাদানছর্নিশম্। ভুঞ্জাতিবলং খড়গপহারে নরবিক্রমৈঃ ॥ অক্টোবরং যুদ্ধশত যুদ্ধ' শভোমর্যালান। তংগখাৰুরোধীরে বিরারি" ( t ) , “नtब्रअमृणब्रांजश बांउt १श्ब्रदर**** জাজ্ঞপ্তিরগু ধৰ্ম্মস্ত নৃপক্ষত্ৰৰূপোত্তমঃ ॥*