পাতা:কবিতাপুস্তক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ু । -~ut: 2em;~~ জন্ম মম সূৰ্য্য তেজে, আকাশ মণ্ডলে । যথা ডাকে মেঘরাশি, হাসিয়া বিকট হাসি, বিজলি উজলে ॥ কেবা মম সম বলে, হুহুঙ্কার করি যবে, নামি রণস্থলে । কানন ফেলি উপাড়ি, গুড়াইয়া ফেলি বাড়ী, হাসিয়া ভাঙ্গিয়া পাড়ি অটল তাচলে । হাহাকার শব্দ তুলি এ স্থখ অবনীতলে।