পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S、R。 - বঙ্গের জাতীয় ইতিহাস [ :૧છું-સહ ! (বসন্ত ) রোগে তাহার জীবলীলা শেষ হয়। (দ্ব্যাখ্রয় ৭সর্গ) কোন কোন ঐতিহাসিক গ্রন্থের মতে বল্লভ ৬মাস মাত্র রাজত্ব করিয়াছিলেন.g. চামুণ্ডরাজের সময়েই গজনীর স্বলতান মাদ সোমনাথ প্লাজমণ ও লুণ্ঠন করেন। মাস্থদের আগমনের পূর্বেই চামুণ্ড পলাইয় যান। সোমনাথ লুণ্ঠন করিয়া ফিরিবার সময় মালুদ দেবশৰ্ম্ম নামক এক ব্যক্তিকে রাজা করিয়াছিলেন। চামুণ্ডরাজ প্রিয় পুত্রের মৃত্যুসংবাদে নিতান্ত শোকসন্তপ্ত হইয়া চুল্লভকে রাজপদে স্বরণ করিয়া ( ভরুকচ্ছের নিকটবৰ্ত্তা ) শুরুতীর্থে গমন করেন, তথায় তাহার মৃত্যু হয়। - চুল্লভরাজ অল্পদিন পরেই দেবশৰ্ম্মাকে তাড়াইয়া সোমনাথ পুনরধিকার করেন। দেবশৰ্মার সহিত অনেক ব্রাহ্মণই মাহ্মদের আনুগত্য স্বীকার করেন, এ কারণ দুল্লভ ব্রাহ্মণসমাজের প্রতি তাতিশয় বিরক্ত হন এবং জিনেশ্বর • সূরির নিকট জৈনধৰ্ম্মোপদেশ শ্রবণ করিয়া জৈনধৰ্ম্মে দীক্ষিত হন । র্তাহার ভগিনীর সহিত মারবাড়রাজ মহেঞ্জের বিবাহ হয়, এবং তিনিও স্বয়ম্বর মহেন্দ্ররাজসহোদরীকে পত্নীরূপে লাভ করেন । স্বয়ম্বরলব্ধ মারবাড়-রাজকন্যাকে লইয়া যাইবার সময় তাহার করপ্রার্থী মালব, স্কুণ, মাথুর, কাশী, অন্ধ, প্রভৃতি রাজগণের সহিত দুল্লভরাজের ঘোরতর যুদ্ধ হয়, কিন্তু সেই মহাযুদ্ধে তিনিই জয়লাভ করেন। দুল্লভরাজের কোন পুত্র সন্তান হয় নাই। তিনি নাগরাজের পুত্র ভীমকে বড়ই ভালবাসিতেন। প্রবন্ধচিন্তামণিতে লিখিত আছে, দুল্লভ ভীমদেবকে রাজ্য প্রদান করিয়া বারাণসী যাত্র করেন, পথে মালবের মুঞ্জরাজ র্তাহার রাজচিহ্ন কড়িয়া লইয়া তাহাকে অপমানিত করেন । শেষে কাশীধামে গিয়া দুল্লাভের মৃত্যু হয়। সেই ঘটনা ভীম-দেবের কর্ণগোচর হইলে তিনি প্রতিশোধ লইলার জন্য মুঞ্জরাঙ্গের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করেন। 鲇 - দুল্লভ ১০৭৮ সস্বং পর্য্যন্ত ১১ বর্ষ ৬ মাস রাজত্ব করেন।° ভীমদেব ( 5 ) *ख़बांग्लब महारौद्र যুদ্ধে চ সিংহৰিক্ৰমঃ। - ** * দাঙ্গালি কৰ্ত্তৰাং স্বমনোহরম। (8) “তদোপ#ি##াঙ্গদান বর্ষ একাদশগুথ} মসিং বড়ধিকং চৈব রাজ্যং কৃত্ব মুখানি চ | পিত্র মাধতে যাবৎ বসুমুনিদণস্বত: ।”