পাতা:কবিতাপুস্তক.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবর শাহের খোষরোজ } শুকাল বামার বদন নলিনী ডাকে ত্ৰাহি ত্ৰাহি ত্ৰাহি মে দুর্গে। ত্ৰাহি ত্ৰাহি ত্ৰাহি বাচাও জননি । ত্ৰাহি ত্ৰাহি ত্ৰাহি ত্ৰাহি মেহ্লগে । ডাকে কালি কালি ভৈরবি করালি কৌষিকি কপালি কর মা ত্ৰাণ । অপর্ণে अर्किक চামুণ্ডে চণ্ডিকে বিপদে বলিকে হারায় প্রাণ ॥ মানুষের সাক্ষ্য নহে গো জননি এ ঘোর লিপদে রক্ষিতে লাজ । সমর-রঙ্গিণি অস্থর-ঘাতিনি এ অকুরে নাশি,বাচাও আজ ॥ 8. বহুল পুণ্যেতে অনন্ত শূন্যেতে দেখিল রমণী, জ্বলিছে আলে। হাসিছে রূপসী নবীন ষোড়শী মৃগেন্দ্র বাহনে,মূরতি কালো ॥ নরমুণ্ডমাল৷ দুলিছে উরসে বিজলি বলসে লোচন তিনে ।