পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२4 8 বঙ্গের জাতীয় ইতিহাস [ १शशु-कt५ ।। জাতির আশ্রয় গ্রহণ করেন এবং স্ববীর্য্যে রাজ্যস্থাপন করিয়া শান্তভাবে বাস করিতেছিলেন তাহার এবং তাহদের পুরোহিতগণও পতিত হন নাই। এখনও তাহার ব্রাহ্মণসমাজে সৎশূদ্র ও নবশাখের তুল্য হইয়া আছেন। বঙ্গের অপরাপর ক্ষত্রিয়-বৈশ্ব যেরূপ ব্রাহ্মণ-শাসনে ‘সৎশূদ্র বলিয়া পরিগৃহীত হইতে ছিলেন, উক্ত তালপত্রের কুলগ্রস্থ হইতে জানা যায় যে, সিদ্ধমল্লগণের বংশধরগণও সেইরূপ ভবিষ্যতে ‘সংশূদ্র বলিয়া পরিচিত হন। “হেমমল্ল রাজপুত জাতি, পশ্চিমে আছে খেয়াতি, এদেশে মনসবদারী ছিল । এ কেদারহস্ম্যে রৈলা, সংশূদ্র একমেলা, ভবিষ্ণু সুমারে রঙ্গি গেল ॥” মেদিনীপুর জেলার বহু স্থানে বহু গড়ে অদ্যাপি বহু রাজপুত রাজবংশ বিদ্যমান, তাহারা অনেকেই সূৰ্য্যবংশী অথবা চন্দ্রবংশী ক্ষত্রিয় বলিয়া পরিচয় দিতেছেন, অথচ শুক্রবংশ প্রকৃত শূদ্র না হইলে ও র্তাহীদের কুলগ্রস্থে কেন ‘সৎশূদ্র বলিয়। পরিচিত হইলেন ? আমরা পূর্বেই ৰলিয়াছি যেখানে যেখানে গৌড়ীয় স্মাৰ্বগণের প্রভাব বিস্তৃত হইয়াছে, সেখানেই ক্ষত্রিয়-বৈশ্বসন্তান স্ব স্ব বর্ণধৰ্ম্ম হারাইয় শূদ্রত্বে পরিগণিত হইয়াছেন, মেদিনীপুরের শুর্থীগণও গৌড়ীয় প্রভাব এড়াইতে পারেন নাই । তাহদের উক্ত কুলগ্রস্থ হইতেও তাহার আভাস পাই । মেদিনীপুরের ভিন্ন ভিন্ন গড়বাণী ক্ষত্রিয়বংশধরগণ পশ্চিম হইতে পরবর্তীকালে আসিয়া পৰ্য্যস্ত র্তাহার BBBBBB BBB KKBB BBBBB BBB BBBBBi BBBS BBBB সহিত পশ্চিম হইতে আগত পুরোহিতবংশই অদ্যপি যাজন করিতেছেন, কাজেই র্তাহীদের উপর বঙ্গীয় স্মাৰ্ত্তবচন খাটিতে পারে নাই। কিন্তু কেদারকুণ্ডাগত শুীগণের সঙ্গে বঙ্গীয় রাজসম্বন্ধ ও পরে পুরোহিত সম্বন্ধও ঘটিয়ছিল । যে ১৩ জন ব্যক্তি সর্বপ্রথম কেদারকুণ্ডে নিজ দলবল লইয়া আগমন করেন, তাহার ১৩ জনেই এখানকার এক রাজকন্যার গর্ভজাত ১৩ট ক্যার পাণিগ্রহণ করেন। উক্ত রাজকন্যার সহিত বাঙ্গালার এক শাক্ত রাজপুত্রের গন্ধৰ্বববিধানে বিবাহ হয়।" SuBB BBB BBS BBBS BBBS BBBSBB BBB BBS BBBB BB S তুষ্ট হৈয়া উমাপতি বর দিল তারে। দেব মত সন্ততি যে জন্মিব তুমারে। দেবকন্ত এই বর প্রত্যয় না বাৰ। শারদার বরপুরে কষ্ট জনমিব ॥.