পাতা:কবিতাপুস্তক.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

;38 বাল্য রচনা |

  • ধীরে ধীরে ঝrব নিবার নীর।

তা ধারে নিরখে রঙ্গিণী ॥ ল। গিয়া নিবারে ঈষৎ Pালে | দেখে ফুলমর সে জলীকালো । আঁধারে কুসুম j. f - শিহরে সঙ্গেল অঙ্গিনী। যেতে পতি সনে চন্দ্ৰৰঙ্গনী মরি কি সঙ্গীত or. | ললিত মোহন গভীর ধ্বনি । নিৰ্বর নির্মাদ সঙ্গিনী । নীরব কানন উঠে শিহরি । শিহরে দুজনে দুজনে ধরি । হৃদয়ে হৃদয়ে গথিল মরি । বধিল মনঃকুরঙ্গিনী । ు স্তব্ধ বনে অন্ধক{বে, ভেসে ভেসে চারিধারে, মোহে তায় দুইজনে, আপনাকে ভূলিল । দুজনরি মুখ চেয়ে, ছজনারে বুকে পেয়ে, গ্রেম আর সেই গানে, এক হয়ে মিলিল । জ্ঞান পেয়ে কহে কেন, এ গহনে ধ্বনি হেন, এ ধ্বনি দেবের যেন, চল দেখি যাইয়ে । আমেরি । কহিছে ধনী, শুমি নাই হেন ধ্বনি, হরিল কানন ভয়, হৃদয় নাচাইয়ে ৷