পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s५ अ१लं । ] বারেন্দ্র সোঁলুক-সমাজ లీషు ঐ গ্রামের জয়চাঁদ সাহার বংশ —এই বংশে রামচন্দ্র সাহ প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, এই সমাজে ইহারাও সন্মানিত । ঐ গ্রামের কালীপ্রসাদ সাহার বংশ —পূৰ্ব্বাপর হইতেই এই বংশ মসলার কারবার চালাইতেছেন। গোবিন্দ সাহাকে লোকে গোবিনা-বেণে বলিয়া ডাকিত। এই বংশ দশপাড়া সমাজভূক্ত। 外 হরেকৃষ্ণপুরের কানাইলাল সাহার বংশ —কানাইলালের কুর্ণনাম হইতে জানা যায় যে, বিপুল বাণিজ্য-সম্ভার সহ আলিসাকান্দী হইতে তিনি কুষ্টিয়ার সন্নিকট উপস্থিত হইলে এক সাধু পুরুষের দর্শন লাভ ঘটে । র্তাহার আদেশে কুষ্ঠিীর নিকটস্থ বাড়াদি গ্রামের এক পাড়ায় বাসস্থান নির্দেশ করেন। ঐ স্থান হরেকৃষ্ণপুর নামে পরিচিত । উদিবাড়ীর গৌরচন্দ্র সাহার বংশ-এই বংশীয় গিরিধর সাহার নাম গ্রসিদ্ধ। বীরেন্দ্র-রায়সমাজ –কুমারী, কলপদিয়া, মনোহরদিয়া প্রভৃতি কয়েক গ্রামে বীরেন্দ্র শ্রেণির রায় শাখার বাস আছে ; তাছার প্রধানতঃ কেবল এই কয় গ্রামের মধ্যেই আদান প্রদান করিয়া থাকেন। পূর্বেই ইহাদের আচারব্যবহার ও পদ্ধতি লিপিবদ্ধ हहेग्नtझ् । কুমারীগ্রামের বারেন্দ্র রামানন্দ সাহার বংশ– এই বংশ এক সময়ে বিশেধ প্রসিদ্ধ ছিল। পদ্মার তীরস্থ কোন বাণিজ্য প্রধান গ্রামে ইহাদের পুৰ্ব্ববাস ছিল। সেই প্রধান গ্রাম পদ্মার গর্ডশায়ী হইলে রামানন্দ নবাব আলিবর্দী ধার সময়ে প্রথমে কুঠিয়া মহকুমার অধীন বাড়াদি গ্রামে ও তথা হইতে বৰ্ত্তমান চুয়াডাঙ্গার অধীন কুমারী গ্রামে আসিয়া বাগ করেন। তাহার পৌত্র নারায়ণের যত্নে বাঙ্গালার নানা স্থানে মোকাম ও ভূসম্পত্তি লাভ হইয়াছিল। নারায়ণের পুত্র ক্ষুদিরামের সহিত ২৩ খানি মৌজা দশশালা বনোবন্ত হয়, তাহার কাগজপত্র এখনও তাহার বংশধরগণের নিকট আছে। এই বংশীয় হরলাল সাংরি অতিথিসৎকার, দরিদ্রবাৎসল্য ও দেবসেবা উল্লেখযোগ্য । [ পর পৃষ্ঠায় বংশল ও দ্রষ্টব্য। ] কুমারীগ্রামের বেণীমাধববংশ – এই বংশ সংকৰ্ম্মেঃ জষ্ঠ খ্যাত আছেন। পূৰ্ব্বে এই ৰংশের হাদি গ্রামে বাস ছিল। তথা হইতে বেণীমাধবের পিতা কুমারী গ্রামে BBB BB BBBBS BBB BBBBB BBBB DD g Dgg BBB BBB S BBBBS কালে শ্ৰীযুক্ত বেণীমাধব চুয়াডাঙ্গার উচ্চ ইংরাজী-বিদ্যালয়ের নির্মাণকল্পে উপযুক্ত অর্থসাহাধ্য করার স্থানীয় রাজপুরুষগণ ও সকল সন্ত্রান্ত ব্যক্তি মিলিত হইয়া ইহাকে ‘রায়চৌধুরী’ উপাধি দান করিয়াছেন। ইনি বড় সেখীন পুরুষ। সন্মানিত রাজপুরুষগণ ইহাকে বিশেষ আদর ७ बङ्ग कब्रिग्न थाक्न । [ भग्न श्रृं5|ब्र द१५शङ| झडेवा । ]