পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রজনীর কথা । Rළු করিবেন তাছাই হইবে। র্তাহারাই গোপাল বাবুর সঙ্গে সম্বন্ধ করিয়াছেন ৷” • - হীরা। তাদের মতলব তুমি কি বুঝিবে ? বড় মানুষের চরিত্রের অস্ত পাওয়া ভার। র্তাদের বড় বিশ্বাস করিও না । এই বলিয়া হীরালাল চুপিচুপি কি বলিল তাহ শুনিতে পাইলাম না । পিতা বলিলেন “সে কি? ন!—আমার কাণ মেয়ে ।” হীরালাল তৎকালে তঃমনোরথ হইয়া ঘরের এদিক্ সেদিক্‌ দেখিতে লাগিল। চারিদিক্‌ দেখিয়া বলিল, “তোমার ঘরে মদ নাই, বটে হে?” পিতা বিন্মিত হইলেন, বলিলেন, “মদ ! কি জন্য রাখিব !” হীরালাল মদ নাই জানিয়া, বিজ্ঞের ন্যার বলিল, “সাবধান করিয়া দিবার জন্য বলছিলাম। এখন ক্রুদ্র লোকের সঙ্গে কুটুম্বিতা করিতে চলিলে,ওগুলা যেন না থাকে।” কথাটা পিতার বড় ভাল লাগিল না। তিনি চুপ করিয়া রছিলেন। হীরালাল না বিবাহে, না মদে, কোন দিকেই দেশের উন্নতির একজাম্পল সেট করিতে না পারিয়া, ক্ষুণ্ণমনে বিদায় হইল । ষষ্ঠ পরিচ্ছেদ । বিবাহের দিন অতি নিকট হইল—আর একদিনমাত্র বিলম্ব আছে। উপায় নাই! নিষ্কৃতি নাই! চারিদিক হইতে উচ্ছসিত বারিরাশি গর্জিয়া আসিতেছে—নিশ্চিত ডুবিব। তখন লজ্জার জলাঞ্জলি দিয়া, মাতার পরে আছড়াইয়৷ পড়িয়া কাদিতে লাগিলাম। যোড়হাত করিয়া বলিলাম“আমার বিবাই দিও ন-আমি আইবুড় থাকিব।”