পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ইs ) সপ্তম পরিচ্ছেদ । ..s. छश्रज्ञाrथंद्र शांट शिग्ना cमोक रुब्रिल । রাষ্ট্ৰঙ্কালে দক্ষিণাবাতাসে পাল দিল । সে বলিল তাহদের পিত্রালয় হুগলী। আমি তাহা জিজ্ঞাসা করিতে ভুলিয়া গিয়াছিলাম। - পথে হীরালাল বলিল, “ গোপালের সঙ্গে তোমার বিবাহ ত হইবে না—আমার বিবাহ কর।” আমি বলিলাম “ না।" হীরালাল বিচার আরস্ত করিল। তাছার যত্ন যে t প্রতিপন্ন করে, যে তাহার ন্যায় সৃৎপাত্র পৃথিবীতে লভ ; আমার ন্যার কুপাত্রীও পৃথিবীতে দুর্লভ। আমি ਦਿੱਚੋਂ স্বীকার করিলাম—তথাপি বলিলাম যে “ না, তোমাকে বিবাহ করিব না।” । তখন হীরালাল বড় ক্রুদ্ধ হইল। বলিল, “ কাণাকে * বিবাহ করিতে চাহে ” এই বলির নীরব হইল। উভয়ে নীরবে রছিলাম—এইরূপে রাত্রি কাটিতে লাগিল । তাহার পরে, শেয রত্রে, হীরালাল অকস্মাৎ মাঝিদিগকে বলিল, “ ੰ ।” মাঝিরা নৌকা লাগাইল— নৌকাতলে ভূমিস্পর্শের শব্দ শুনিলাম। হীরালাল আমাকে বলিল “ নাম-আসিয়াছি।”—সে আমার হাত ধরিয়া নামहेल। धनि ठूश प्लाज्राद्देशाश । তাহার পরে, শব্দ শুনিলাম, যেন হীরালাল আবার নৌকায় টুটুল। মাদিগকে বলল “দে নৌকা খুলিয়া দে।" আমি নিলাম.."rা কি? আমাকে নামাই দিয়া নীেৰ ধুলিয়া দাও কেন ?”