পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 রজনী । আমি অস্বীকৃ হইলাম। অমরনাথ বলিতে লাগিলেন,“আমি ब्रांजल्लाङ्गव्र मिकरके ७है कथा बर्गि:उहै ओिब्राहिणांश । उशिरक বলা হইয়াছে। এক্ষণে আপনাদিগের সঙ্গে একটা কথা আছে। যে কথা বলিব, তাছা মহাশয়ের পিতার কাছে বলাই আমার উচিত, কেন ন৷ তিনি কর্তা । কিন্তু আমি যাহা বলিব, তাহাতে আপনাদিগের রাগ করিবার কথা। আপনি সৰ্ব্বাপেক্ষ স্থিরন্থভাব এবং ধৰ্ম্মজ্ঞ এজন্য আপনাকেই বলিতেছি।” আমি ইলিলাম, " কি কথা মহাশয় ?” चपन्न।' यौष्ट्रि बिग्न आश्। আমি। সে কি ? সে যে রাজচত্রের কন্যা। অমর। সে রাজচন্দ্রের পালিতকন্যামাত্র । গামি। তবে সে কাহার কন্যা ? কোথায় বিষয় পাইল ? এ কথা আমরা এতদিন কিছু গুনিলাম না কেন ? অমর। আপনার যে সম্পত্তি তোগ করিতেছেন, ইহাই রজনীর। রজনী মনোহর দাসের ভ্রাতুষ্কন্যা। একবার, প্রথমে চমকিয়া উঠিলাম। তার পর বুঝিলাম, যে কোন জালসাজ জুয়াচোরের হাতে পড়িয়াছি। প্রকাশ্যে, উচ্চৈঃহাস্য করিয়া বলিলাম, “ মহাশয়কে নিষ্কৰ্ম্ম লোক বলিয়া বোধ হইতেছে। আমার অনেক কৰ্ম্ম আছে। এক্ষণে আপনার সঙ্গে রহস্যের थायांद्र श्रवणब्र नाई। भां★नि शूरश् १शन कक्रम।” अभङ्गनां५ बनिन, “उट्रय छेदौष्णब्र भूष नवाम तनिtदन ” శస్త్రి;