পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थप्नेल्न क्ङ | ుణ আমি পড়িয়া দেখিলাম, ম্বে'জোবানবীর বক্তা হরেকৃষ্ণ দাস। মাজিষ্ট্রেটের সম্মুখে তিনি এক বানাচুরীর মোকদ্বময় এই জোবানবন্দী দিতেছেন। জোবানবন্ধীতে, পিতার নাম ও বাষস্থান লেখা থাকে ; জাহাও পড়িয়া দেখিলাম। তাহ মুনোহরদাসের পিতার নাম ও বাসস্থানের সঙ্গে মিলিল। বিষ্ণুরাম জিজ্ঞাসা করিলেন। “ মনোহর দাসের ভাই হরেকৃষ্ণের এই জোবানবন্দী বুলিয়া আপনার বোধ হইতেছে কি না ?" ● আমি । বোধ হইতেছে । বিষ্ণু। যদি সংশয় থাকে তবে এখনই তাছা ভঞ্জন হইবে। পড়িয়া বাউন। পড়িতে লাগিলাম যে সে বলিতেছে, “ আমার इऍमब्र একটি কন্যা আছে। এক সপ্তাহ হইল তাহায় অন্নপ্রাশন দিয়ছি। অন্নপ্রাশনের দিন বৈকালে তাহার বাল চুরি গিয়াছে।” এই পর্যন্ত পড়িয়া দেখিলে, বিষ্ণুরাম বলিলেন, “ দেখুন কতদিনের জোবানবী " . জোবানবন্দীর তারিখ দেখিলাম, জেবানবন্দী উনিশ বৎসরের । বিষ্ণুরাম বলিলেন, “ ঐ কন্যার বয়স এক্ষণে হিসাবে কত ङ्ग्न ?” আমি। উনিশ বৎসর কয় মাস-প্রায় কুড়ি । বিষ্ণু। রজনীয় বয়স কত অনুমান করেন ? আমি। প্রায় কুড়ি। বিষ্ণু। গড়িয়া যাউন ; হরেকৃষ্ণ কিছু পরে বালিকার নামোল্লেখ করিয়াছেন । আমি পড়িত্বে লাগিলাম। দেখিলাম, যে একস্থানে হরেকৃষ্ণু