পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Viļo রজনী। পুনঃপ্রাপ্ত বালা দেখিয়া বলিতেছেন, “ এই খাল छोमांद्र कना রজনীর বাল शहै ।” - আর বড় সংশয়ের কথা রহিল না—তথাপি পড়িতে লাগিলাম। প্রতিবাদীর মোক্তার হরেকৃষ্ণকে জিজ্ঞাসা করিতেছেন, “ তুমি দরিদ্রলোক। তোমার কন্যাকে সোণার বাল। দিলে কিপ্রকারে?” হরেকৃষ্ণ উত্তর দিতেছে, “আমি গরীব কিন্তু আমার ভাই মনোহর দাস দশটাকা উপাৰ্জন করেন। তিনি আমার মেয়েকে সোণার গহনাগুলি দিয়াছেন।” তবে যে এই হরেকৃষ্ণ দাস আমাদিগের মনোহর দাসের ভাই, তদ্বিষরে আর সংশয়ের স্থান রছিল না। পরে মোক্তায় আবার জিজ্ঞাসা করিতেছেন, -- “তোমার ভাই তোমার পরিবার বা তোমার আর কাহাকে কখন অলঙ্কার দিয়াছে ?” উত্তর—ন । পুনশ্চ প্রশ্ন। সংসার খরচ দেয় ? উত্তর । না । প্রশ্ন। তবে তোমার কন্যাকে অন্নপ্রাশনে সোণার গহনা দিবীর কারণ কি ? উত্তর— আমার এই মেয়েটি জন্মান্ধ। সেজন্য আমার স্ত্রী সৰ্ব্বদা কাদিয়া থাকে। আমার ভাই ও ভাইজ তাহাতে দুঃখিত হইয়া, আমাদিগের মনোদুঃখ যদি কিছু নিবারণ হয় এই ভাবিয়া অন্নপ্রাশনের সমর মেরেটকে এই গহনাগুলি দিয়ছিলৈন। - g জন্মান্ধ! ভৰে যে সে এই রজনী তদ্বিষয়ে আর সংশয় কি ?